বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান

 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান।আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী?ভাবছেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করবেন?  কিন্তু বুঝতে পারছেন না কোথায় শিখবেন? কোনটি বিশ্বস্ত হবে সেটি নিয়ে চিন্তিত?তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান সম্পর্কে।এদের দাড়া পরিচালিত কোর্স সমুহ এবং প্রতিষ্ঠানের বিস্তারিত। 
বাংলাদেশের-সেরা-১৫টি-ফ্রিল্যান্সিং-শেখার-প্রতিষ্ঠান
এদের অবস্থা সম্পর্কে।তাই বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি সম্পুর্ন পড়ুন। চলুন জেনে যাক বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান সম্পর্কে। 

পেজ সূচিপত্রঃবাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান

বর্তমান আধুনিক যুগে আমরা সকলেই ফ্রিল্যান্সিং শব্দটির সাথে পরিচিত।আমরা অনেকেই চায় নিজের শখ বা দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে টাকা ইনকাম করব।কিন্তু জানেন না নিজের দক্ষতাকে কিভাবে কাজে লাগিয়ে  টাকা ইনকাম করবেন।আপনার জন্য ফ্রিল্যান্সিং হতে পারে দারুন সুযোগ।ঘরে বসে দক্ষতা কাজে লাগিয়ে দেশ বিদেশের ক্লাইন্টের জন্য কাজ করে টাকা ইনকাম করতে পারবেন আপনিও।গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও ইডিটিং,ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি এরকম শত শত  ক্যাটাগরির কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আপনি কিরকম কাজ করতে চান আপনার দক্ষতার উপর নির্ভর করে।

আপনি যদি আপনার দক্ষতাকে প্রফেশোনালি রিপ্রেজেন্ট করতে চান আপনাকে ফ্রিল্যান্সিংয়ের  প্রফেশোনাল পদ্ধতি শিখতে হবে, আপনাকে আপনার দক্ষতা নিখুত করার চেষ্টা করতে হবে এবং ক্লাইটের পছন্দসই করা করতে হবো।এ সকল দক্ষতা সাধারনত বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কোর্সের মাধ্যমে সামগ্রিক ভাবে আপনাকে শিখিয়ে দেই।আজকের আর্টিকেলের বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান আপনাকে কাজেই সাহায্য করবে।।কিন্তু আমরা অনেকেই বাংলাদেশের ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান সম্পর্কে জানি না।আজ আমি আপনাদের বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান সম্পর্কে জানাব।

Creative IT Institute (CIT)

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানগুলোর মধ্যো CIT হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বাসযোগ্য আইটি ট্রেনিং ইন্সট্রিটিউট গুলোর মধ্যো অন্যতম।যেখানে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের শিক্ষার্থীদের সহজভাবে ফ্রিল্যান্সিং এবং প্রোফেশোনাল স্কিল শেখানো হয়। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে নিজেদের যাত্রা শুরু করে এবং ইতোমধ্যে হাজার শিক্ষার্থীদের মার্কেটপ্লেসে  সফল ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করেছে।


CIT এর সবচেয়ে বড় শক্তি হলো এর কোর্সগুলোর প্রাক্টিকাল স্টাকচার।তারা প্রায় সব কোর্সেই ক্লাস প্রজেক্ট, আফটার ক্লাস টাস্ক, ইনক্লাস প্রাক্টিস প্রভাইড করে থাকে।এছাড়া এরা আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকে।যা বিগিনারদের জন্য অনেক সহায়ক হয়ে থাকে।অন্যান্য প্রতিষ্ঠান গুলো শেখানো পর্যন্ত সীমাবদ্ধ হলেও, এরা আপনাকে জব প্লেসমেন্ট পর্যন্ত সাহায্য করে থাকে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি।এজন্যই CIT বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইন্সটিটিউটগুলো শীর্ষে অবস্থান করছে। প্রতিষ্ঠানটির বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে।
  • প্রতিষ্ঠানটির মেইন অফিস মেইন ক্যাম্পাস,ঢাকা, মমতাজ প্লাজা ( ৪র্থ ফ্লোর),লাবাইদ হসপিটালের উল্টোদিকে, হাউজ নং ৭, রোড নং ৪, ধানমন্ডি,ঢাকা-১২০৫
  • হেড অফিস (ধানমন্ডি, ঢাকা) মেহের প্লাজা (৩য়,৪র্থ তলা) , হাউজ নং ১৩/A, রোড নং ৫,ধানমন্ডি ঢাকা
  • ব্রাঞ্চ অফিস, (উত্তরা, ঢাকা)  রাজুক রাজিব কসমো সপিং কমপ্লেক্স (৭ম তলা) , হাউজ নং ৭১,রোড নং ৫, সেক্টর নং ৭, আজিমপুর রাস স্টান্ড, উত্তরা, ঢাকা-১২৩০
  • ব্রাঞ্চ অফিস (মিরপুর, ঢাকা)  EI Mercado, LIft নং ৪, ১১৪ বেগম রোকেয়া এভ ঢাকা-১২১৬।( মেট্রোরেল পিলার p256  এর বিপরীতে)
  • ব্রাঞ্চ অফিস (চট্টগ্রাম ব্রাঞ্চ)  ৯নং, কাপাসগোলা রোড ( ৪র্থ ফ্লোর), চকবাজার, তেলপট্টি মোড়, চট্টগ্রাম-৪২০৩,বাংলাদেশ
  • ব্রাঞ্চ অফিস (পঞ্চগড় ব্রাঞ্চ), আবদুল আজিজ সুপার মার্কেট,নুরজাহান হোটেল ( ২য় তলা), সিনেমা হল রোড, পঞ্চগড় বাজার,পঞ্চগড় সদর, পঞ্চগড়, বাংলাদেশ 
  • এছাড়া প্রতিষ্ঠানটির দেশের বাইরেও ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চ অফিস (কানাডা ব্রাঞ্চ) , 61 lakewood Ave, saint John,New Brunswick E2J 3N9,  Canada.
Creative IT Institute সাইট (লিংক)

CodersTrust Bangladesh 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানগুলোর মধ্যো CodersTrust Bangladesh বাংলাদেশে অবস্থিত সবচেয়ে পরিচিত আন্তর্জাতিক মানের আইটি ট্রেনিং সেন্টার।প্রতিষ্ঠানটি মুলত ডয়ানিশ সরকারের সমর্থনে শুরু হয়েছিল এবং বাংলাদেশের হাজারো শিক্ষার্থীকে ডিজিটাল স্কিল এবং আউটসোর্সিং মার্কেটপ্লেসে সফল হওয়ার জন্য প্রস্তুত করে আসছে।এরা সাধারনত রিয়েল লাইফ প্রজেক্ট, ক্লাস শেষের টাস্ক, হাতে কলমে প্রাকটিস করিয়ে থাকে।যার কারনে নতুন  শিক্ষার্থীরা সহজেই ফ্রিল্যান্সিংয়ের শুরু থেকে শেষ শিখতে পারে।
  • প্রতিষ্ঠানটির মেইন অফিস ঢাকার বনানি হাউজ নং ৮২, রোড নং১৯/A, ব্লক E, বনানি ঢাকা-১২১৩ অবস্থিত 
  • মিরপুর শাখা রয়েছে ব্যাসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, লেভেল-৬, মিরপুর (১১ নং বাস স্টান্ড)  ঢাকা -১২১৬,  অবস্থিত। 
  • ধানমন্ডি শাখা রয়েছে হাউজ নং ৭৫/A (৪র্থ তলা) , রোড নং ৫/A, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা -১২০৯
  • চট্টগ্রাম শাখা রয়েছে  ক্লিফটন প্লাজা,( তয় তলা), ২৮ আগরাবাদ C/A, চট্টগ্রাম-৪১০০
প্রতিষ্ঠানটি বাংলাদেশে নিজের যাত্রা শুরু করে ২০১৫ DhCodersTrust এর সবচেয়ে বড় শক্তি হলো এদের এক্সপার্ট টিম এবং তাদের মার্কেটপ্লেসের সাপোর্ট সিস্টেম।যেখানে আপনি প্রশিক্ষন নেওয়ার পর ক্লাইন্ট হ্যান্ডেল, প্রপোজাল দেখা, প্রফাইল অপটিমাইজেশন হাতে কলমে শেখানো হয়ে থাকে।তাই নিঃসন্দেহে বলা চলে, CodersTrust Bangladesh  তাদের আন্তজার্তিক মানের ট্রেনিং, সাপোর্ট এবং সুনাই দিয়েই  বাংলাদেশের ফ্রিল্যান্সার ট্রেনিং সেন্টার গুলোর শীর্ষে অবস্থান করছে।আপনিও আন্তর্জাতিক মানের ট্রেনিং চাইলে CodersTrust Bangladesh নিজের চয়েজ লিস্টে রাখতেই পারেন।CodersTrust Bangladesh সাইট (লিংক)

Shikhbo shobai(SSB) 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানগুলোর মধ্যো আরেকটি প্রতিষ্ঠান হলো shikhbo shobai সাধারনত SSB নামে অধিক পরিচিত।শিখো সবাই সাধারনত ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার হিসাবে কাজ করে থাকে।যেখানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও ইডিটিং,ডিজিটাল মার্কেটিং সবকিছুই  হাতে কলমে শেখাই এবং দক্ষ হতে সাহায্য করে।"শিখো সবাই" এর প্রধান অফিস টি ঢাকা মিরপুর হাউজ নং ১২,রোড নং ৭,পল্লবি, মিরপুর, ঢাকা অবস্থিত।প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০১৭ সালে।যাতাযাত সুবিধা এবং ট্রেনিং কোয়ালিটির কারনক নবীনদের ভিতর SSB বিপুল জনপ্রিয় এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। 

SSB এর সবচেয়ে বড় শক্তি হলো প্রজেক্ট ভিত্তিক শেখার পদ্ধতি এবং শিক্ষার্থীকে হাতে কলমে শিক্ষা দানের পদ্ধতি। কোর্স শেষে শিক্ষার্থী কেবল স্কিল শিখে বের হয় না বরং প্রোফাইল তৈরি, মার্কেটপ্লেসে ক্লাইন্ট খোজা এবং ক্লাইন্ট হ্যান্ডেল এর মত সহায়তাও পেয়ে থাকেন।তাই নবীনদের ক্ষেত্রে Shikhbo shobai  একটি দারুন চয়েজ। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং এ আগ্রহী হন অথবা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার  জন্য SSBহতে পারে দারুন চয়েজ।
Shikhbo shobai(SSB) সাইট (লিংক)

BITM(Basis Institute Technology and manegment) 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানগুলোর মধ্যো BITM একটি বহুল পরিচিত এবং দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং আইটি শিক্ষাই অবদান রেখে চলেছে।এটি "ব্যাসিস" এর অংশ যা আইটি শিক্ষাই নিজের অবদান রেখে চলেছে।BITM আন্তর্জাতিক মানের স্কিল ট্রেনিং এবং ফ্রিল্যান্সিং কোর্স প্রভাইড করে থাকে।BITM এর প্রধান অফিস ঢাকার বিডিবিএল ভবন,( লেভেল -৩,পূর্ব) কারওয়ান বাজার, ঢাকা -১২১৫ অবস্থিত। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০০৭ সালে। BITM এর কোর্সগুলো খুবই  স্টাকচার্ড,যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিংও অন্তর্ভুক্ত। 

BITM শুধু ফ্রিল্যান্সিং ট্রেনিং দেই না এবং ক্যারিয়ার সম্পর্কে সম্পুর্ন গাউডলাইন দিয়ে থাকে। BITM শুধু মাত্র প্রশিক্ষকরা প্রফেশোনাল  এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা শিক্ষার্থীদের হাতে ধরে শেখায় কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে জায়গা করে নিতে হয়।সুতরাং, BITM একটি পুর্নাঙ্গ ট্রেনিং প্লাটফর্ম, যা  আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাবতীয় সাহায্য করার মাধ্যমে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে জায়গা করে নিতে সাহায্য করবে।তাই আপনি যদি ভালো মানসম্মত একটি ফ্রিল্যান্সিং ট্রেনিং প্লাটফর্মের খোজে থাকেন তাহলে BITM হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট চয়েজ।BITM(Basis Institute Technology and manegment) সাইট (লিংক)

lEDP( Learning and Earning Development project -ICT Division ; Government project 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানগুলোর মধ্যো সরকারী IEDP হলো বাংলাদেশ সরকার করতে পরিচালিত একটি উন্নয়ন মুলক প্রজেক্ট, যেখানে ডিজিটাল স্কিল, কর্মমুখী শিক্ষা এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হয়ে থাকে।প্রকল্পটি চালু হয় ২০১৪ সালে।যার মুল লক্ষ্য জনগণকে কর্মমুখী করে তোলে।এর মুল উদ্দেশ্য ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় প্রশিক্ষন, গাইডলাইন এবং অনলাইন আয়ের কৌশল শেখানো। এছাড়া লাইফ টাইম সাপোর্ট, ক্যারিয়ার কাউন্সিলিং এবং প্রজেক্ট ভিত্তিক এক্সাইজের মাধ্যমে সচেতনা বৃদ্ধির চেষ্টা করানো হয়ে থাকে।

IEDP শিক্ষার্থীদের ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং এর হাতেখড়ি দিয়ে থাকে।IEDP এর প্রশিক্ষন ঢাকা সহ বড় বড় শহর গুলোতে কোর্স ভিত্তিক দেওয়া হয়ে থাকে।যেন শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারে।সরকারী সাপোর্ট এবং মানসম্মত প্রশিক্ষণের কারনে শিক্ষার্থীদের কাছে IEDP বেশ বিশস্ত এবং ফলপ্রসূ বলেই বিবেচিত।তাই আপনার আশেপাশে এই প্রশিক্ষন চললে আপনি নিঃসন্দেহে যোগাযোগ করতেই পারেন।

E- Learning and Earning LTD 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানগুলোর মধ্যো E-learning and Earning  LTD হলো বাংলাদেশের ডিজিটাল স্কিল শেখানোর ক্ষেত্রে একটি পরিচিত, জনপ্রিয় এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শিক্ষার্থীরা সহজে মার্কেটপ্লেসে নিজেরদের জায়গা গড়ে নিতে পারে।   e-learning and earning LTD শুধু স্কিল নয় বরং ক্যারিয়ার গড়াকে প্রাধন্য দিয়ে থাকেন এবং স্টুডেন্টদের ক্যারিয়ার গড়তে সাহায্য করে থাকেন।e-learning and earning ltd  অবস্থিত ঢাকা ২৭/১, গ্রিন রোড, ঢাকা-১২০৫, তাই এটি যাতায়াতে বেশ সহজ সহজলভ্য।

e-learning and earning ltd  ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং শিখিয়ে থাকেন।এরা শুধু স্কিল লার্নিংই নয়, প্রাক্টিকাল প্রাকটিস, রিয়েল লাইফ কাজ এবং ক্লাইন্ট হ্যান্ডেলিংয়েও অভিজ্ঞতা দিয়ে থাকেন।এর মাধ্যমে শিক্ষার্থীরা সম্পুর্ন ভাবে প্রস্তুত থাকে আন্তর্জাতিক এবং স্থানীয় ক্লাইন্টদের হ্যন্ডেল করতে।তাই আপনি ফ্রিল্যান্সিং শিখতে থাকলে এটিও আপনার জন্য ভালো অপশন। E- Learning and Earning LTD সাইট (লিংক) 

Nebula IT 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে Nebula IT বাংলাদেশ একটি উদীয়মান, তবে দ্রুত জনপ্রিয় ফ্রিল্যান্সিং ট্রেনিং প্লাটফর্ম।এটি মুলত নতুন শিক্ষার্থী যারা ডিজিটাল মার্কেটপ্লেস একটি সফল ক্যারিয়ার গড়তে চায়  তাদের জন্য ডিজাইন করা প্লাটফর্ম।Nebula IT এর কোর্সগুলো বেশ প্রাক্টিকাল এবং মার্কেট ফোকাস, যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং  এর শুরু থেকে শেষ পর্যন্ত শেখানো হয়ে থাকে।

Nebula IT কেবল স্কিল শেখায় না, বরং আত্মবিশ্বাস তৈরি করে আন্তর্জাতিক ক্লাইন্টের সাথে যোগাযোগ করার এবং কাজ করার। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য লাইফ টাইম সাপোর্ট, ক্যারিয়ার কাউন্সিলিং এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করার জন্য পুরনাঙ্গ ট্রেনিং  দিয়ে থাকে প্রতিষ্ঠানটির মেইন অফিস ১৮৪, রাজিয়া প্লাজা, (৪র্থ ফ্লোর),সেনপাড়া পর্বত, মিরপুর-১০, ঢাকা -১২১৬ অবস্থিত।প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সফলতার হার খুবই বেশি এবং তারা ফ্রিল্যান্সিং শিক্ষার জন্য বিশস্ত এবং প্রমানিত একটি নামকরা প্রতিষ্ঠান।Nebula IT  সাইট (লিংক)

Future Lab Institute

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে Future Lab Institute - বাংলাদেশের একটি জনপ্রিয় ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং প্লাটফর্ম,যা বিশেষভাবে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করার সবরকম স্কিল শেখায়। এখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং শেখানো হয়ে থাকে।Future Lab Institute -ঢাকার ২০/২,লেভেল ২, ওয়েস্ট প্যান্থাপথ, ধানমন্ডি, ঢাকা -১২০৫-এ অবস্থিত, তাই প্রতিষ্ঠানটি তুলনামুলক সহজলভ্য এবং যাতায়াত সহজ বলে বিবেচনা করা হয়।

Future Lab Institute -এর কোর্স গুলো প্রজেট ভিত্তিক এবং মার্কেট ফোকাসড। যাতে তারা ডিজিটাল স্কিল শিখে এসে সোটি বাস্তব জীবনে কাজে লাগাতে পারে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফল ভাবে কাজ করতে পারে।এছাড়া শিক্ষার্থীরা ক্লাইন্ট হ্যান্ডেলইল,প্রপোজাল পাঠানো,প্রোফাইল অপটিমাইজেশন এবং প্রফাইল ম্যানোজমেন্ট সম্পর্কেও প্রশিক্ষন পায়যা তাদের আত্মবিশ্বাস অনোক বাড়িয়ে দেই।তাই আপনও যদি একটি বিশস্ত প্লাটফর্মের খোজে থাকেই তাহলে উক্ত প্রতিষ্ঠানটি আপনার জন্য একটি ভালো চয়েজ বলে বিবেচিত হবে Future Lab Institute সাইট (লিংক)

Freelancing IT Institute 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে Freelancing IT Institute  -অন্যতম জনপ্রিয় এবং পরিচিত ফ্রিল্যান্সিং ট্রেনিং প্লাটফর্ম,যেখানে শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটপ্লেসে কাজ করা সম্বরকম দক্ষতা শেখানো হয়ে থাকে।এখানে শিক্ষার্থীদের ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং শেখানো হয়ে থাকে।Freelancing IT Institute - ঢাকার মধ্যইলসা (৩য় তলা),দোয়ালের মোড় মেইন রোড,নওগা, বাংলাদেশ  অবস্থিত , যেখাবে যাতায়াত সহজ এবং সুবিধাজনক। 

Freelancing IT Institute -এর প্রত্যেকটি কোর্স প্রজেক্ট ভিত্তিক এবং মার্কেট ফোকাসড,তাই শিক্ষার্থীরা বাস্তব কাজের অভিজ্ঞতা নিতে পারে এবং ক্লাইন্টের সাথে সঠিক ভাবে যোগাযোগ করা শিখতে পারে। প্রতিষ্ঠানটির প্রশিক্ষক সকলে প্রফেশোনাল ফ্রিল্যান্সার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট।যারা শিক্ষার্থীদের হাতে ধরে প্রশিক্ষণ দেন প্রজেক্ট হ্যান্ডেলিং এবং প্রোপোজাল লেখার বিষয়ে।তাই আপনও যদি একজন নতুন ফ্রিল্যান্সার হন এবং ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে  আপনার জন্য Freelancing IT Institute ভালো চয়েজ।Freelancing IT Institute সাইট (লিংক)

Ordinary IT Rajshahi(OIT)

Ordinary IT  মুলত একটি ডিজিটাল মার্কেটিং এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা ডিজিটাল স্কিল, অনলাইন ইনকাম এবং ফ্রিল্যান্সিং শিখতে পারে।যদিও তাদের ওয়েবাসাইটে তারা "Digital Marketing and Freelancing Institute " নামে পরিচিত।তাদের সার্ভিসের ভিতর রয়েছে কোর্স,জব অফার, আইটি সার্ভিস, কোর্স + অনলাইন মার্কেটিং ট্রেনিং - এর মত ৩০+ আইটি,ফ্রিল্যান্স রিলেটেড সার্ভিস চালু রয়েছে। প্রতিষ্ঠানটির অফিস ঠিকানা: বিউটি প্লাজা, হাউজ নং: ১৮২ (৩য় তলা - উত্তর সেকশন), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেটের সামনের বিল্ডিং, সপুরা-৬২০৩, বোয়ালিয়া, রাজশাহী।প্রতিষ্ঠানটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিষ্ঠানটি চালু হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোর্স চালু রয়েছে - ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল এডভান্স ইত্যাদি। তাছাড়া প্রতিষ্ঠানটি পার্ট টাইম কাজের সুযোগ দিয়ে থাকে এবং রাজশাহিতে বাংলা কনটেন্ট রাইটার হিসাবে ছাত্র নিয়োগ দিয়ে থাকে। যা বিগিনারদের জন্য একটি গুরুত্বপুর্ন বিষয়।তাই আপনি যদি রাজশাহি শহরে ভালো একটি ট্রেনিং প্লাটফর্মের খোজে থাকেন তাহলে অডিনারি আইটি আপনার জন্য দারুন চয়েজ।Ordinary IT Rajshahi(OIT) সাইট (লিংক)

Jessore Freelancing Institute (JFI)

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে JFI -যশোরের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, যা দক্ষিন পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযেগ তৈরি করে।প্রতিষ্ঠানটি মুলত নতুনদের জন্য এমন একটি কোর্স অফার করে যা দ্রুত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করার মত দক্ষ করে তোলে।এছাড়া প্রতিষ্ঠানটিতে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং, কনটেন্ট রাইটিং এর মত ডিজিটাল স্কিলগুলো সামগ্রিকভাবে শেখানো হয়ে থাকে।

JFI - যশোর শহরের চৌরাস্তার নিকটে সেক্টর ০৭, প্লট: ই/০৬, রোড: ০৪, দিশারী আবাসিক এলাকা নিউমার্কেট-এর (হানিফ কাউন্টারের পেছনে) পাশেই।অবস্থিত, যেখানে শহরের যেকোন স্থান থেকে খুব সহজের যাতাযাত করা যায়।JFI এর বিশেষত্ব হলো, তারা শিক্ষার্থীদের শুধু স্কিল শেখায় না, বরং প্রফাইল অপ্টিমাইজেশান, ক্লাইন্ট কমিউনিকেশন, প্রপোজাল লেখা, গিগ র্যাঙ্কিং এবং কাজ করার কৌশাল বিস্তারিত ভাবে শেখায়। যা কাজ শিক্ষার্থীদের ভবিষয়তে কাজ খুজতে এবং ক্যারিয়ার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যা যশোর এবং এর আশেপাশের এলাকাতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরির একটি দরজা খুলে দিয়েছে।Jessore Freelancing Institute (JFI) সাইট (লিংক)

Dusrasoft Institute

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে Dusrasoft Institute - হলো বাংলাদেশের একটি পরিচিত এবং দ্রত জনপ্রিয় হওয়া ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং প্লাটফর্ম।যেখানে শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটপ্লেসে কাজ করার সম্পুর্ন দক্ষতা হাতে ধরে শেখানো হয়ে থাকে। প্রতিষ্ঠানটির কোর্সগুলো ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং, কনটেন্ট রাইটিং এর মত ডিজিটাল স্কিলগুলো সামগ্রিকভাবে শেখানো হয়ে থাকে। 

প্রতিষ্ঠানটি ২০১১ সালে নিজের যাত্রা শুরু করে।প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের কেবল তত্ত্ব  নয় বরং  প্রজেক্ট ভিত্তিক প্রাকটিা এবং বাস্তব জীবনে কাজ লরার অভিজ্ঞতা দেওয়া হয়, যাতে তারা কোস শেষ হওয়ার পর ডিজিটাল মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারে।এছাড়া প্রশিক্ষকরা প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল ডিজাইন, প্রপোজাল লেখা এবং ক্লাইন্ট হ্যান্ডেলিং শেখান, যা নতুন ফ্রিল্যান্সারদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ন। Dusrasoft - হাউজ নং ৭৯ (৩য় তলা), বিল্ডিং নাম্বার ১, আবাহনী মাঠের পাশেই, ধানমন্ডি ঢাকাই এর মেইন অফিসটি অবস্থিত হওয়াই বিভিন্ন এলাকা থেকে সহজলভ্য হয়ে থাকে।Dusrasoft Institute সাইট (লিংক)

PeopleNTech Institute of IT 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে peopleNTech Institute of IT - বাংলাদেশের একটি জনপ্রিয় এবং সুপরিচিত  প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশের শিক্ষার্থীদের বিশেষত নবীনদের বহুদিন থেকে ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে থাকছে।প্রতিষ্ঠানটি ২০০৫ সালে নিজেদের চল চলা শুরু করেছে এবং এখনো পর্যন্ত নিজেদের নাম বজাই রেখেছে।তারা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং, কনটেন্ট রাইটিং এর মত ডিজিটাল স্কিলগুলো গুলোর মত হাইক্লাস কোর্স প্রভাইড করে থাকে।

PeapleNTech Institute of IT  বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইটি ট্রেনিং এবং বাস্তব জীবনে ক্যারিয়ারের প্রতি নজর দিয়ে থাকে।যেন একজন শিক্ষার্থী ট্রেনিং শেষ করে আন্তর্জাতিক এবং স্থানীয় ক্লাইন্টের সাথে সামগ্রিক ভাবে কাজ করে ডিজিটাল মার্কেটপ্লেসে নিজের জায়গা তৈরি করতে পারে এবং ফ্রিল্যান্সিং দুনিয়াই নিজেট ক্যারিয়ার স্থাপন করতে পারে।PeopleNTech Institute of IT  - ঢাকার ১৫১/৭,গুড লাক সেন্টার (৭ম ও ৮ম তলা) , প্যান্থাপথ সিগনাল,গ্রিন রোড, ঢাকা-১২০৫ -এঅবস্থিত হওয়াই সহজে যাতায়াত করার ব্যাবস্থা আছে।PeopleNTech Institute of IT সাইট (লিংক) 

UY Lab

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে UY LAB অন্যতম মানসম্মত এবং আন্তর্জাতিক মানের আইটি ট্রেনিং সেন্টার, যেখানে শিক্ষার্থীদের শুধু স্কিল নয়, বাস্তব জীবনে ক্যারিয়ার তৈরি করতে বিশেষ ভাবে প্রশিক্ষন দিয়ে থাকে।প্রতিষ্ঠানটি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবংDur বেসড লার্নিং, কনটেন্ট রাইটিং এর মত ডিজিটাল স্কিলগুলো সামগ্রিকভাবে শিখিয়ে থাকে।তাই এরা নিজেদের সুনাম বজায় রাখতে পেরেছে।

তাদের কোর্স গুলো শুধু বেসিক নয়, বরং লাইফ টাইম প্রাকটিস, আফটার ওয়ার্ক টাস্ক, টিম ওয়ার্ক এবং ইন্ডাস্ট্রি লেভেলের সমস্যা সমাধান করানোর ফলে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজেদের জায়গা করে নিতে পারে।প্রতিষ্ঠানটির প্রধান অফিস ৩১ মহাখালি কমার্শিয়াল এরিয়া, কলম্বিয়া সুপার মার্কেট(৪র্থ ও ৫ম ফ্লোর), ওয়ারলেস গেট,তিতুমীর কলেজের পাশে, মহাখালি, ঢাকা-১২১৩- তে অবস্থিত। প্রতিষ্ঠানটি নিজেদের যাত্রা শুরু করে ২০১৫ সালে।যা শহরের অন্যতম সহজলভ্য লোকেশান।তাই মানুষ সহজেই যাতায়াত করতে পারে।তাই আপনি যদি একটি ভালো ট্রেনিং প্লাটফর্মের খোজে থাকেন তাহলে আপনার জন্য প্রতিষ্ঠানটি আপনার জন্য ভালো চয়েজ।UY Lab সাইট (লিংক) 

E-Shikhon

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠানের মাঝে E-Shikhon  বাংলাদেশের অনলাইন ভিত্তিক একটি ডিজিটাল প্লাটফর্ম,যারা শিক্ষার্থীদের ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে থাকে।প্রতিষ্ঠানটি ২০১৯ সালে নিজেদের যাত্রা শুরু করে। অনলাইন ভিত্তিক হওয়াই দেশের যেকোন স্থান থেকে ট্রেনিং নেওয়া সম্ভব হয়।এরা সম্পুর্ন অনলাইন ভিত্তিক হলে, এদের মেইন বিল্ডিং১৫১/৭,গুড লাক সেন্টার ৪র্থ তলা , প্যান্থাপথ সিগনাল,গ্রিন রোড, ঢাকা-১২০৫ প্রতিষ্ঠানটিতে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার গাইডলাইন, ক্লাইন্ট হ্যান্ডেলিং এবং বেসড লার্নিং, কনটেন্ট রাইটিং এর মত ডিজিটাল স্কিলগুলো সামগ্রিকভাবে শেখানো হয়ে থাকে।

প্লাটফর্মটির সবচেয়ে বড় সুবিধা হলো শুধু ট্রেনিং নয়, বরং রেজাল্ট পাওয়ার মত গাইড লাইন দেওয়া হয়ে থাকে। অভিজ্ঞ প্রশিক্ষন যারা রিয়েল টাইমে বেশ বড় বড় প্রজেক্টে কাজ করেছে এবং করে চলেছে, এমন প্রশিক্ষক দাড়া প্রশিক্ষণ দেওয়ানো হয়ে থাকে, তাই যেকোন চ্যালেন্জ বিগিনার শিক্ষার্থীরা সামলে নিতে শিখে নেই এবং নিজেদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফল হওয়ার সম্ভবনা বাড়াই।তাই আপনি যদি একটি ভালো অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের খোঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য দারুন অপশন।E-Shikhon সাইট (লিংক) 

বাংলাদেশের সেরা ১৫ টি ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান শেষ / কথা

বর্তমান আধুনিক বিশ্বে কেবল বসে থাকাটা লজ্জার।আপনি চাইলেই নিজের কাছে থাকা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট কানেকশানটি ব্যাবহার করে  লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।শুধু দরকার একটি নিদির্ষ্ট প্রশিক্ষণ এবং সঠিক গাইডলাইন।যা আপনাকে একটি ভালো প্রশিক্ষণ কেন্দ্র দিতে পারে।যারা আপনায় ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং এর পাশাপাশি  ক্লাইন্ট হ্যান্ডেলের,ক্লাইন্টের সাথে যোগাযোগ এবং ক্যারিয়ার স্থাপন করতেও সাহায্য করবে। 

তবে কেবল ট্রেনিং সেন্টার যথেষ্ট নয়, আপনাকেও হতে হবে কাজের প্রতি আগ্রহী।ফ্রিল্যান্সিং একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। যেখানে আপনও শুরুতেই আপনার ক্যারিয়ার সেট করতে পারবেন না।আপনাকে আপনার সময় এবং শ্রম ব্যায় করতে হবে। নিজের সম্পুর্ন ডেডিকেশন থেকে আপনার কাজটি করে যেতে হবে।তাহলেই আপনি একটি ভালো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কথা কল্পনা করতে পারেন, আর সে কাজে আপনাকে সাহায্য করবে আপনার পছন্দকৃত একটি ভালো ট্রেনিং প্লাটফর্ম।
তো আর্টিকেলটি পরে আপনাদেরকে কেমন লাগলো বা মতামত দেওয়ার থাকলে কমেন্ট করুন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। 
প্রতিদিন এরকম আর্টিকেল পেতে আমার সার্টিফিকেট করুন।ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি নিবোর্ন সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url