Privacy Policy
আমরা Niborno.com ওয়েবসাইটে আপনার গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এই Privacy Policy এর মাধ্যমে আমরা জানাচ্ছি কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত করা হয়। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের নীতিমালা মেনে নিচ্ছেন।
1. তথ্য সংগ্রহ
আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি, যেমন:
আপনার নাম ও ইমেইল (যদি নিউজলেটার বা কন্ট্যাক্ট ফর্মে প্রদান করেন) আপনার ব্রাউজিং ডেটা (যেমন: IP Address, Browser Type, Device Info) – যা ওয়েবসাইট এনালিটিক্স ও ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে ব্যবহৃত হয়।
চিন্তার কিছু নেই! আমরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য অযথা শেয়ার বা বিক্রি করি না।
2. তথ্য ব্যবহার আমাদের সংগৃহীত তথ্য ব্যবহার করা হয় –
ওয়েবসাইট কনটেন্ট ও সার্ভিস উন্নত করতে
আপনাকে আপডেট, নিউজলেটার বা প্রমোশনাল ইমেইল পাঠাতে
ইউজার এক্সপেরিয়েন্স ও সিকিউরিটি উন্নত করার জন্য
3. কুকিজ (Cookies)
আমাদের ওয়েবসাইটে Cookies ব্যবহার করা হয় যাতে –
আপনার পছন্দসই সেটিংস মনে রাখা যায়
ওয়েবসাইটের পারফরম্যান্স ও ভিজিটর বিহেভিয়ার বিশ্লেষণ করা যায়
আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে Cookies অফ করতে পারবেন। তবে এতে ওয়েবসাইটের কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে।
4. থার্ড-পার্টি সার্ভিস
আমরা Google Analytics, AdSense বা অন্যান্য থার্ড-পার্টি সার্ভিস ব্যবহার করতে পারি। এগুলো ভিজিটর ডেটা সংগ্রহ করে আমাদের রিপোর্ট দেয়। তবে এসব সার্ভিস তাদের নিজস্ব Privacy Policy অনুযায়ী কাজ করে, যার জন্য Niborno.com দায়ী নয়।
5. তথ্য সুরক্ষা আমরা আপনার ডেটা নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে মনে রাখবেন, ইন্টারনেটের মাধ্যমে প্রেরিত কোনো তথ্য ১০০% সুরক্ষিত বলা যায় না। তাই ঝুঁকির একটি ক্ষুদ্র অংশ সবসময় থেকে যায়।
6. শিশুদের গোপনীয়তা আমাদের কনটেন্ট ও সার্ভিস মূলত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য। ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে আমরা সচেতনভাবে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
7. Privacy Policy পরিবর্তন আমরা যেকোনো সময় এই Privacy Policy আপডেট করতে পারি। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখলে নতুন নীতিমালা আপনি মেনে নিয়েছেন বলে গণ্য হবে।
8. যোগাযোগ Privacy Policy সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
Email: nhanik347@gmail.com
Website: www.niborno.com
আপনার আস্থা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। তাই আমরা সবসময় আপনার ডেটা নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।
আপনি নিবোর্ন সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url