চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।আপনার কি চোখের নিচে কালো দাগ আছে? চোখের নিচে কালো দাগ নিয়ে চিন্তিত? দেখতে বাজে লাগে? ছবি তুললে চোখের নিচের কালো দাগ ভেসে উঠে? ভাবছেন কি করবেন? কোন রকম মেডিসিন বা খরচ এড়াতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।এর মাঝে ঘরোয়া উপায়ই আছে সবগুলি।আজকের আর্টিকেলে আপনারা জানবেন চোখের নিচের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।সহজে চোখের নিচের কালো দাগ দূর করার সব রকম ঘরোয়া উপায় জানাব আপনাদের। 
চোখের-নিচে-কালো-দাগ-দূর-করার-ঘরোয়া-উপায়
উক্ত আর্টিকেলে আপনারা জানতে পারবেন চোখের নিয়ে কালো দাগ পরার বিভিন্ন কারন,চোখের নিচের কালো দাগ কিভাবে দূর করা সম্ভব,চোখের নিচের কালো দাগ দূর করার বিভিন্ন ঘরোয়া উপায়,ঘরোয়া উপায় সমুহের ব্যাবহার বিধি,ঘরোয়া উপায় সমুহ ব্যাবহারের নিষেদ্ধাজ্ঞা। আপনার জন্য হতে পারে এই আর্টিকেলটি একটি মুসকিল আশান।চলুন সময় নষ্ট না করে জেনে আসা যাক চোখের নিচে কালো দাগ দুর করার সবগুলো ঘরোয়া উপায়।

পোষ্ট সূচিপত্রঃচোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

চোখের নিচে কালো দাগের অনেক কারন রয়েছে।এর মাঝে বিশেষ ভাবে উল্লেখযোগ্য ঘুমের অভাব, বার্ধক্য, জেনেটিক্স,পানিশুন্যতা,অ্যালার্জি, অতিরিত সুর্যরশ্নি এবং ধুমপান। যে সকল মানুষ ঘুম বা অপর্যাপ্ত ঘুমের কারনপ রক্তনালীগুলো প্রসারিত হতে পারে, যা দীর্ঘমেয়াদী  চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেলের কারন হতে পারে।এছাড়া বয়স বাড়ার সাথে ত্বক পাতলা হয়ে যায় এবং দেহের কোলাজেন হারায় তখন চোখের নিচে কালো দাগ পরতে পারে। 

এসকল ক্ষেত্রে নিজের যত্ন নিলে, পর্যাপ্ত পরিমান ঘুমালে, বেশি করে পানি পান করলে, সুর্যের আলোতে  সানগ্লাস এবং সানস্কিন ব্যাবহার করলে, স্বাস্থ্য সম্মত খাবার খেলে, ধুমাপায়ীদের ক্ষেত্রে ধুমপান ত্যাগ করলে চোখের নিচের কালো দাগ দুর করা সম্ভব।আপনার যদি চোখের নিচে কালো দাগ থেকে থাকে আপনি বেশ কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে চোখের নিচের কালো দাগ দূর করতে পারবেন। আপনার জন্য আজকের আর্টিকেলে আমরা সবকটি চোখের নিচের কালো দাগ দুর করার ঘরোয়া উপায় জানব। চলুন জানা যাক উপায় সমহু এক নজরে।

চোখের নিচের কালো দাগ দুর করতে টমেটোর ব্যাবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়। চোখের নিচের কালো দাগ দুর করতে টমেটো বেশ উপযোগি।টমেটোর রসে থাকে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। যা চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে।এছাড়া টমেটোর রস ত্বক নরম রাখে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বজাই রাখতেও সাহায্য করে।টমেটোর রস আপনি দিনে দুইবার ব্যাবহার করতে পারেন। প্রতিবার ১০ থেকে ১৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন।তাই সহজ রেমিডি হিসাবে আপনিও আপনার ত্বকের যত্নে টমেটো কিন্তু ব্যাবহার করতেই পারেন।

টমেটোর রস এক চা চামচ নিয়ে এতে অল্প লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগাবেন।তারপর ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।এছাড়া টমেটো স্লাইস করেও ব্যাবহার করা যেতে পারে।টমেটো পাতলা স্লাইস করে কেটে চোখের উপর ১৫ মিনিট রাখুন।তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।এছাড়া টমেটোর সাথে অ্যালোভেরা জেল ব্যাবহারও করা যেতে পারে।এটিও চোখের নিচের কালো দাগ দুর করতে বেশ উপযোগি। দেখবেন ধীরে ধীরে আপনার চোখের নিচের কালো দাগ দুর হচ্ছে। 

চোখের নিচের কালো দাগ দুর করতে শসার ব্যাবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।চোখের নিচের কালো দাগ দুর করতে শসা ব্যাবহার একটি কার্যকর পদ্ধতি। বলতে গেলে সবচেয়ে বেশি ব্যাবহৃত উপায় এটি।শসার টুকরা চোখের নিচের কালো দাগ দুর করতে বহুদিন থেকে ব্যাবহার করা হচ্ছে।শসার এনজাইম ত্বকের ফোলাভাব, কালো দাগ কমাতে সাহায্য করে।ত্বক টানটান রাখে।এছাড়াও চোখের শুষ্ক ভাব দুর করনোও শসা বেশ উপযোগি।শসা মুখের কালো দাগ দুর করে ত্বককে দীপ্তিময় করে তোলে সহজেই।তাই ত্বকের যত্নে শসা আপনি ব্যাবহার করতেই পারেন।
ত্বকের যত্নে শসার ব্যাবহার বেশ সহজ।প্রথমে একটি শসাকে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য।তারপর ঠান্ডা শসাটি পাতলা করে কাটুন বা স্লাইস করুন।শসার টুকরোগুলো ১০ মিনিটের জন্য চোখের উপর রাখুন।তারপর হালকা গরম বা সাধারম পানি দিয়ে ধুয়ে ফেলুন।কিছুদিনের মাঝেই পরিবর্তন আপনার চোখে পরবে।এছাড়া শসা ব্লেন্ড করে রস বের করে এতে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন।এবার তাতে কটন বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখলেও চোখের নিচের কালো দাগ দুর হবে।ব্যাবহার করে দেখতেই পারেন।

চোখের নিচের কালো দাগ দুর করতে আলুর ব্যাবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়। আলু ব্যাবহার করে চোখের নিচের কালো দাগ করা সম্ভব।এটি বেশ গ্রহনযোগ্য একটি প্রক্রিয়া।চোখের নিচে আলু দিলে কালো দাগ কমে, ফোলাভাব কমে,চোখ সতেজ হয়। আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ত্বকের কালো দাগ দুর করতে সাহায্য করে এবং ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে ও বলিরেখা কমাতে পারে। ঠান্ডা আলুর টুকরো বা রস চোখের নিচে ব্যাবহার করলে ক্লান্তি ছাপ দুর হয়। চোখকে রাখে শান্ত ও সতেজ। তাই আপনার জন্য হতে পারে আলু ব্যাবহার একটি দারুন ঘরোয়া টোটকা।
চোখের-নিচে-কালো-দাগ-দূর-করার-ঘরোয়া-উপায়
চোখের নিচে চোখের আকারে দুই টুকরো ঠান্ডা আলু কেটে নিন প্রথমে।তারপর চোখের উপর ১৫-২০ মিনিটের জন্য রাখুন।তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ।এছাড়া আপনি একটি কাঁচা আলু কুঁচি কুঁচি করে কেটে নিয়ে ব্লেন্ড করে রস বের করে নিতে পারে।তারপর কটন প্যাড রসে ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট রাখতে হবে।এরপর ধুয়ে ফেলতে হবে।আপনি চাইলে আলুর রসের সাথে শসা অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যাবহার করতে পারেন।এটিও দারুন উপায় চোখের নিচের কালো দাগ দুর করার জন্যা।

চোখের নিচের কালো দাগ দুর করতে মধু ব্যাবহার

চোখের নিচের কালো দাগ দুর করতে মধু হতে পারে একটি দারুন মাধ্যম।মধু একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট যা ত্বককে আদ্রতা প্রদান করে।অন্যদিকে  মধু এবং লেবুর রস মিশিয়ে চোখের নিচের কালে দাগ দুর করতে ব্যাবহার করা হয় যা কালো দাগ হালকা কর সাথে ত্বককে উজ্জ্বল করে এছাড়া মধুর প্রাকৃতিক এনজাইম কার্যকলাপ ত্বককে আলতো করে এক্সফোলিয়েট করে, যা ছিদ্রগুলিকে ময়লা, তেল এবং অমেধ থেকে মুক্ত রাখে।যা ব্রণ এনং ব্লাকহেডসের কারন হতে পারে।মধু ত্বকে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রন করে যা ব্রণ কমাতেও সাহায্য করে।।
মধু এবং লেবুর রস প্রথমে মিশিয়ে নিন, এরকম কালো রাগ থাকা অংশ আলতো হাতে লাগিয়ে নিন।তারপর ১৫ মিনিট রেখে দিন।১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ত্বক সংবেদি কিনা। যদি সংবেদি হয় তবে ব্যাবহার থেকে দুরে থাকুন।টেস্ট করতে প্রথমে মুখের নিচে গলার অংশে অল্প একটু অংশ অল্প ব্যাবহার করে কিছুক্ষন রেখে দেখুন।যদি কোন সাইড ইফেক্ট না দেখা দেই তবো নিঃসন্দেহে ব্যাবহার করতে পারেন উক্ত ঘরোয়া উপায়টি।

চোখের নিচের কালো দাগ দূর করতে লেবুর ব্যাবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়। চোখের নিচের কালে দাগ দুর করতে লেবু সরাসরি ব্যাবহার না করাই উত্তম।অন্য কোন উপকরনের সাথে মিশিয়ে সতর্কতার সাথে ব্যাবহার করা উচিত।লেবু চোখের আশেপাশের কালো দাগ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। লেবু ভিটামিন সি এর একটি উৎস। লেবু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চোখের নিচের কালো দাগ দুর করে। তবে লেবু যেহেতু অ্যাসিডিক এটি চোখে গেলে চোখ জ্বালাপোড়া করতে পারে এবং ব্যাথা হতে পারে।তাই চোখের নিচে লেবু সরাসরি ব্যাবহার না করাই উত্তম।

লেবু সরাসরি ব্যাবহার না করে লেবুর সাথে টমেটো ব্যাবহার করতে পারেন।টমেটোর রসের সাথে কয়েক ফোটা লেবু মিশিয়ে চোখের নিচের অংশে লাগান।১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।এছাড়া লেবুর সাথে শসা ব্যাবহার করতে পারেন।শসা ব্লেন্ড করে রস বের করে তাতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ১৫ মিনিট  ত্বকে ব্যাবহার করলে চোখের নিচের কালো দাগ দুর হয়।তবে আপনি যদি সরাসরি লেবুর রস ব্যাবহার করতে চান,তবে তুলোই সামান্য লেবুর রস ভিজিয়ে চোখে নিচের অংশে আলতো করে লাগান তারপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।তবে লেবু ব্যাবহারের পুর্বে আপনাকল সতর্ক থাকতে হবে আপনার ত্বক লেবুতে এ্যালার্জিক কিনা।এ্যালার্জিক হলে লেবু ব্যাবহার  এড়িয়ে চলুন।

চোখের নিচের কালো দাগ কমাতে নারকেল তেল ব্যাবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ কমাতে নারকেল তেল ব্যাবহার করা যায়।এছাড়া বলিরেখা দুরকরন, ফোলাভাব দুর করে ফেলতে নারকেল তেল দুর্দান্ত কাজ করে।এছাড়া ভার্জিন গ্রেড নারিকেল তেলের অ্যান্টি ব্যাকটেরিয়া গুন ত্বকে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা প্রতিরোধ করে।ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের কালো দাগ দুট করে, ত্বকের টোন সুন্দর করে যা ফর্সা ও উজ্জ্বল ত্বকের জন্য গুরুত্বপুর্ণ। তাই ডার্ক সার্কেল দুর করতে আপনিও নারকেল তেল ব্যাবহার করতে পারেন।

নারকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। এটি চোখের ত্বকে পুষ্টি জোগায় এবং কালো দাগ কমাতে সাহায্য করে।নারকেল তেলে প্রচুর পরিমানে ফ্যাটি এসিড থাকে যা গভির আদ্রতা প্রদান করে যা ত্বককে মোটা করক এবং শুষ্কতার কারনে কালো দাগ কমাতে সাহায্য করে।প্রতি রাতে এক ফোটা নারকেল তেল  চোখের নিচে মালিশ করলে উপকার আপনার চোখে পরবে কিছুদিনের মধ্যেই। আপনিও ব্যাবহার করতে পারবেন নারকেল তেল প্রতি রাতে।

চোখের নিচের কালি দুর করতে  টি ব্যাগ ব্যাবহার

চোখের নিচের কালো দাগ কমাতে ঠান্ডা টি ব্যাগ ব্যাবহার করা একটি কার্যকর ঘরোয়া উপায়।ঠান্ডা টি বঢ়াগে থাকে ট্যানিন। আবার চা তে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তনালী সংকুচিত করে এবং ফোলাভাব কমায় এবং কালচে ভাব এবং কালচে দাগ কমাতে সাহায্য করে।কালো চা এবং গ্রিন টি উভয়ই চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে চা পাতার অ্যান্টি-ইরিট্যান্ট উপাদান আছে যা চোখের নিচের ফোলা ভাব কমায়।তাই আপনিও চোখের নিচের কালো দাগ কমাতে টি ব্যাগ ইউজ করতে পারেন।
চোখের-নিচে-কালো-দাগ-দূর-করার-ঘরোয়া-উপায়
আপনি ব্যাবহৃত চা পাতা একটি পাত্রে ঠান্ডা করুন।ব্যাবহারের আগে নিশ্চিত করুন চা টি ভালো ভাবে ঠান্ডা হয়েছে।অতিরিক্ত জন যেন চেপে বের করে দেওয়া হয়।তারপর ঠান্ডা টি ব্যাগ দুটি চোখের উপর রাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।তারপর মুখ সাধারন পানি দিয়ে ধুয়ে ফেলুন।নিয়মিত ১ থেকে ২ বার টি ব্যাগ ব্যাবহার করলে ভালে ফল পাওয়া যায়।টি ব্যাগ আপনার কালো দাগ দুরের পাশাপাশি ত্বকের সতেজতা বাড়াতে এবং চোখের আশেপাশে ক্লান্ত ভাবও দুর করতে সাহায্য করবে।

চোখের নিচের কালো দাগ দুর করতে বরফ ব্যাবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়। বরফ চোখের নিচের কালো দাগ কমাতে ভালো কার্যকর। একটি পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে বা ঠান্ডা শসার টুকরো বা  ঠান্ডা টি ব্যাগ বা ফ্রিজে রাখা চামচ চোখের উপর কয়ক মিনিটের জন্য রাখলে রক্তনালি সংকুচিত হয় এবং ত্বকের ফোলা ভাব কমে। যা চোখের নিচে কালো দাগ হালকা কর।।এটি রক্ত সন্ঞ্চালন উন্নত করতে এবং জমাট বাঁধা কমাতে সাহায্য করতে পারে।আপনি আপনার রোজকার রুটিনে বরফ এ্যাড করতে পারেন।

একটি পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে নিন।এরপর চোখের উপর ১৫ থেকে ২০ মিনিট রাখুন।আবার আপনি ঠান্ডা শসাও ব্যাবহার করতে পারেন।শসা ঠান্ডা করে স্লাইস করুন।তারপর স্লাইস ১৫ থেকে ২০ মিনিট চোখের উপর রাখুন।দেখবেন দারুন কাজ করবে।আবার আপনি একটি চামচও ফ্রিজে রাখতে পারেন।একটি চামচ ঠান্ডা হওয়া পর্যন্ত ফ্রিজে রাখুন।তারপর ফ্রিজ থেকে বের করে পর্যায় ক্রমে চোখের উপর রাখুন।১৫ থেকে ২০ মিনিট চালিয়ে যান।এটি চোখের কালো দাগ দুর করতে দারুন উপায়।

চোখের নিচের কালো দাগ কমাতে চন্দন ব্যবহার

চন্দন চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে চন্দন তেল একটি কার্যকর ময়েশ্চারাইজার। এটি ত্বককে উজ্জল করার উপাদান হিসাবে কাজ করে।যা চোখের নিচের কালো ভাব কমাতে ব্যাবহার হয়।ত্বককে আদ্র এবং স্থিতিস্থাপক রাখতে  চন্দন এবং গোলাপ জ্বল বহুল ব্যাবহৃত হয়।ত্বকের ছিদ্র খুলে গেলে এবং তেল ত্বকে শোষিত হলে চন্দন ব্যাবহার করা যেতে পারে।আপনার বাড়ি চন্দন থাকলে আপনিও রুপের যত্নে চন্দন ব্যাবহার বাড়াতে পারেন।চন্দন কিন্তু হোম রেমিডি হিসাবে দারুন জনপ্রিয়।
 
আপনি চন্দন গুড়া করে পানিতে মিশিয়ে ত্বকে সরাসরি ব্যাবহারের তুলনাই অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে ব্যাবহার করলে বেশি উপকার পাবেন।যেমন ধরুন। চন্দন এবং গোলাপ জলে মিশিয়ে পেস্ট তৈরি  করে চোখের নিচে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট যদি আপনি রেখে দেন। এবং তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন।আবার চন্দন গুড়ো নারকেল তেলের সাথে মিশিয়ে মাসাজ করলে চোখের নিচের কালো দাগ অনেক কমে যায়।আপনিও ব্যাবহার করে দেখতে পারেন

চোখের নিচের কালো দাগ দুর করতে ঘরোয়া উপায় সম্পর্কে / শেষ কথা

সাধারনত চোখের নিচের কালো দাগের কারন হয়ে থাকে অপার্যাপ্ত ঘুম, স্ট্রেস, স্বাস্থকর জীবন যাপন না করা।আপনি যদি চোখের নিচের কালো দাগ থেকে সারাজীবনের জন্য পরিত্রান চান আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমান ঘুমাতে হবে।এছাড়া আপনাকে পর্যাপ্ত পরিমান পানি পান করতেই হবে।স্ট্রেট লেভেল যাদের আপ ডাউন করে।তাদের ক্ষেত্রে নিজের স্ট্রেস লেভেলের দিকে বারতি নজর রাখাও জরুরি।এছাড়া ধুমপায়ীদের ধুমপান ত্যাগ করতে হবে এবং একটি স্বাস্থ্যকর জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।

তাছাড়া আপনার শরীরের যত্ন আপনার দায়িত্ব। আপনার ডার্ক সার্কেল আপনার শারীরিক অবস্থার প্রতিচ্ছবি হিসাবে কাজ করে।তাই অবশ্যই আপনার উচিত আপনার ডার্ক সার্কেলের কারনের দিকে বারতি নজর দেওয়া।এটি কেবল আপনার দেহের অংশ নয়,আপনার শারীরিক অবস্থার প্রতিচ্ছবি। নিজের দিকে নজর দিন যত্ন নিন নিজের শরীরের।বাকি আপনার সৌন্দর্য আপনার মানসিকতাই।
আর  আর্টিকেলটি ভালো লাগলে আপনার বান্ধবীদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি নিবোর্ন সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url