এক তরুণের অসমাপ্ত প্রেম কাহিনি ( শেষ পার্ট )
আকাশ ছোয়া ভালোবাসা ( যারা পার্ট ৭ দেখেন নাই এখনো তারা দেখার জন্য এখানে ক্লিক করুন )
এভাবেই কষ্টে দিন কাটছে হঠাৎ ০৫-০৮-২০২২ইং রাতে একটা নম্বর থেকে ফোন আসে, সে পরিচয় দিলোনা, আমি তার কণ্ঠ শুনে বুঝলাম সে কেয়া, এক পর্যায়ে সে ধরা দিল এবং বলল, তার বিয়ে হয়ে গেছে। আমার তখন এটা স্বপ্ন মনে হচ্ছিল, আমি নিজেকে সামলাতে পারছিনা, গল্প গুছিয়ে বলা যায়, কিন্তু মনের অনুভূতিগুলো গুছিয়ে বলা যায় না, সে আমাকে বলল, আমি তোমার হতে পারলাম না, আমাকে তোমার জীবনে বন্ধু হিসেবে সারা জীবন রেখো, তার নম্বর বন্ধু হিসেবে সেভ করলাম। আমার ভালো বাসা শেষ আকাশ ছুয়া ভালোবাসা ছিল, কে জানত এভাবে আকাশে উড়ে যাবে।
আমি তখন মাঝে মাঝে হ্যাং হয়ে যেতাম। প্রায় সময় আমি আনমনা হয়ে থাকতাম। আমাকে দেখে আমার দুই জন স্যার ছিল, আমরা অনেকটা বন্ধুর মত থাকতাম। তারা বলল, কি হয়েছে? আমি সব বললাম, আমার আগের মত ব্রেন তখন ছিলনা, ১ মাস আগে ১৫ দিন আগে কি হয়েছে এসব ভুলে যেতাম, অনেক কিছু ভুলে যেতাম, আমার বাসায় কাউকে বলিনি এখনো, কেয়ার বিয়ে হয়ে গেছে। আমাকে তারা দুইজন বন্ধু ডাক্তার দেখায় ডাক্তার বলে এ রোগের কোন ঔষুধ নেই, তুমি পাগল হয়ে যাওনি এটাই আল্লাহর শুকরিয়া আদায় কর, একথা শুনে আমার ভয় হয়ে গেল। আমি প্রতিদিন নামাযের পর আল্লাহর কাছে দুয়া করতাম, আমাকে এগুলোর ভিতর থেকে বের করো, আমার আর কেয়ার বন্ধু হিসেবেই কথা হতো, হঠাৎ তার হাজবেন্ট জানতে পারে, সব কিছু জেনে নেই। আমার সাথে দেখা করতে চায়। আমি রাজি হয়ে যাই।
সে ২৫-১২-২০২২ইং তারিখে ঢাকায় আসে এসে আমাকে ফোন দেয়, আমাকে ইয়ার্পোর্টে ডাকে আমি বললাম, দেখা করার মন থাকলে আমার এখানে আসেন, এভাবে ৪দিন চলে গেল, আমি থাকতাম ঢাকা হাতিরঝিল এর পাশেই। আমি আমার বন্ধু দুইটাকে বললাম, তারা বলল, সে এসে তোমাকে মারতে পারে, তাছাড়া সে ঢাকায় কেন আসবে? তারা বলল, হাতিরঝিল ছাড়া কোথাও যাবানা, আমাকে ফোন দেয় ৩০-১২-২০২২ইং বিকেলে বলে মাগরীবের পর আসতে বললাম সে বলল, আপনিকি ড্রিং করেন? আমি বললাম না, সে আমাকে বারে ডাকে আমি বললাম যাবোনা, ওখানে এখনে আসেন, কেয়ার হাজবেন্ড জানার পর থেকে কেয়ার সাথে আমার কথা হয়না, সে আসল আমার বন্ধু দুইটা বলল, কিছু হলে আমাদের কাছে চলে আসবে, আমি বললাম ঠিক আছে।
সে ৭-৮ জন পোলাপান নিয়ে এসেছিল ভাড়া করে। আমি এটা বুঝতেই পারিনি, তার সাথে বসে চা খাইলাম, সে আমার ফোন নিলো, তারপর দাড়িয়ে আমাকে একটা চড় মারলো, আমি দাড়িয়ে আমার বন্ধুদের কাছে চলে গেলাম তারা ১০ জন মতো চলে আসলো হাতিরঝিল এর যত দোকান্দার আছে সবাই আমাদের চিনে, সেই অনেক মানুষ ছিল, সবাই ঘুরতে এসেছে, তারা ১০ জন এসে চিল্লাইতেছে বলছে, ঐ ছেলে আমার বউকে ডিস্টার্ব করে। ও জায়গার সব দোকানদার চলে আসলো তাদের ১০ জন এর ভিতর সবাই পালিয়ে গেল, শুধু কেয়ার হাজবেন্টকে ধরতে পারলাম তাকে সবাই মাইরা আধা মরা করে দিলো, তারপর পুলিশ আসলো এবং তাকে ধরে নিলো, সে মদ খেয়ে ছিল, তাই তাকে নিয়ে চলে গেল, তারপর তার কি হয়েছে জানিনা। আমার বাসায় বললাম, কেয়ার বিয়ে হয়ে গেছে, তখন তারা সাথে সাথে আমায় বাসায় ডাকে আমি বাসায় চলে আসি।
এখান থেকেই আমি কেয়াকে ভুলে যাই।
সমাপ্তি
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url