কিছু না বলা গল্পের দিনলিপি
তাদের খবর –
{ যারা পূর্বের গল্প দেখেন নাই এখনো তারা দেখার জন্য ( এখানে ক্লিক করুন )}
তারা হয়তো আমাদের মতোই—হাসে, কাঁদে, ভালোবাসে। কিন্তু তাদের জীবনের গল্পটা একটু আলাদা। তারা মুখে বলে না, চোখে বলে না, কিন্তু ভেতরে জমে থাকা শত কথার বোঝা বয়ে চলে।
"তাদের খবর" মানে সেই প্রেমিক যুগল, যারা দিনের শুরুটা করে ‘ভালোবাসি’ দিয়ে, আর রাতটা কাটায় মিস ইউ বলেই।
তাদের খবর মানে, কেউ একজন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে মেসেজ চেক করে—“সে লিখেছে কি না?”
তাদের খবর মানে, একটুখানি রাগ, একটুখানি অভিমান, আর অনেকখানি ভালোবাসা।
তাদের মধ্যে কেউ আছে, যারা পরিবারকে লুকিয়ে ভালোবাসে, আবার কেউ স্বপ্ন দেখে একসাথে পথচলার।
তাদের কথা কেউ জানে না, কারণ তারা খবরের শিরোনাম হয় না।
কিন্তু বিশ্বাস করো, তাদের গল্পগুলোই সবচেয়ে সুন্দর, সবচেয়ে গভীর।
তাদের খবর কখনো ছাপা হয় না পত্রিকায়, কিন্তু তারা প্রতিদিন নিজেদের মধ্যে একটা অদৃশ্য চিঠি চালাচালি করে—ভালোবাসার, অনুভবের।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url