আমার পরিচয়( MY IDENTITY)
আমি মোঃ নাহিদ হাসান, ডাকনাম অনিক। আমার শিকড় পোরশা থানার পলাশবাড়ী গ্রামে, যেখানে প্রকৃতির সান্নিধ্য আর মানুষের সরলতা আমাকে বড় হতে শিখিয়েছে। বর্তমানে আমি একজন ছাত্র এবং পাশাপাশি গল্প লেখা ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী একজন স্বপ্নবাজ তরুণ।
আমি রোমান্টিক গল্প পড়তে ভালোবাসি। ভালোবাসি ভ্রমণ করতে, প্রযুক্তির নতুন জিনিস শিখতে এবং সৃজনশীল কিছু করতে। লেখালেখির মাধ্যমে আমি আমার অনুভূতি, অভিজ্ঞতা ও চিন্তাভাবনাগুলো মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাই এই ব্লগের মাধ্যমে আমি নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি।
আমি নিজেকে একজন সাধারণ মানুষ মনে করি — একজন “Simple Boy” যার ভেতর আছে স্বাভাবিক মূল্যবোধ, শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতি। আমার লক্ষ্য একদিন একজন সফল ফ্রিল্যান্সার হওয়া এবং গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।
এই ব্লগটি আমি তৈরি করেছি নিজের স্বপ্নপূরণের পথে একটি পদক্ষেপ হিসেবে — যাতে একদিকে লেখালেখি চলবে, আর অন্যদিকে সময়ের সঙ্গে অর্থ উপার্জনের পথ ও তৈরি হবে।
---
যোগাযোগ:
- Facebook:(https://www.facebook.com/nahid.hasan.anik21)
- Email: nhanik347@gmail.com
- Phone Number: 01792351621
আপনি নিবোর্ন সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url