চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি

চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি।চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি আমরা অনেকেই অনেক ভাবে নিয়ে থাকি।নিজেরা নিজেদের চাকরির জন্য নিজ গত ভাবে সব কিছু ঠিকঠাক করে নিই।তবে আমাদের মধ্যে অনেকেই ঠিক বুঝে উঠতে পারে না যে কিভাবে কাঙ্খিত চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি টা ঠিক ভাবে নিবে।যারা এমন সমস্যায় আছেন আমাদের আর্টিকেল পড়ুন।
চাকরির-জন্য-ইন্টারভিউ-এর-প্রস্তুতি
চাকরির জন্য ইন্টারভিউ এর অনেক রকমের প্রস্তুতি অনেক এই নিয়ে থাকে। অনেক এই কেমন প্রস্তুতি নিবে বুঝতে পারে না।।যারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা আমাদের আজকের আর্টিকেল চাকরির জন্যইন্টারভিউ এর প্রস্তুতি টা পড়ুন।

পোষ্ট সূচিপত্রঃচাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি

চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি

আমরা অনেকেই আছি যারা চাকরির জন্য চেষ্টা করে থাকি।সেটা যে কোনো ধরনের ই চাকরি হতে পারে।চাকরির জন্য এই চেষ্টা এর বিকল্প কিছু নাই এটা সবাই জানেন।তবে এই কষ্ট করে চাকরি পাওয়ার চেষ্টার পাশাপাশি অবশ্যই ঐ চাকরি টার ইন্টারভিউ এর দিকেও মন দেওয়া উচিত।ঐ চাকরি টার ইন্টারভিউ এর প্রস্তুতি নেওয়া উচিত।তবে এই প্রস্তুতি ও হতে হবে জোরদার এবং ভালো ভাবে ই।যদি চাকরি টা পাওয়ার জন্য কষ্ট করতে থাকেন। তাহলে এই চাকরি টার জন্য অন্যতম দিক যেটা হলো ইন্টারভিউ এর প্রস্তুতি ও নিতে হবে। 

যেটা একটা মূল বিষয় এবং খুব ই জরুরি একটা দিক চাকরির জন্য।চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি এর ভালো ভালো উপায় ও আছে। সেগুলি আপনাদের সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি‌ যে লিখে দিছি।চাকরি পাওয়ার জন্য প্রথম ধাপ হলো ইন্টারভিউ।এই ইন্টারভিউ ই যদি ভালো না হয়ে থাকে তাহলে চাকরি সহজে পাওয়া যায় না। আর আপনার ইন্টারভিউ যদি ভালো হয়ে থাকে তাহলে ইন্টারভিউয়ার রা আপনার ইন্টারভিউ তে খুশি আর আপনার ওপর স্যাটিসফাইড হয়ে আপনাকে চাকরির জন্য সিলেক্ট করে নিবে।

তবে আপনার চাকরিতে সিলেক্ট হওয়ার জন্য অবশ্যই ইন্টারভিউ ভালো হতে ই হবে।এই ইন্টারভিউ ভালো হওয়ার জন্য যে যে উপায় গুলো আছে আর মানলে চাকরি সহজে ই হয়ে যাবে সেগুলি আমরা আমাদের আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি তে বিস্তারিত ভাবে লিখে দিছি।আশা করি মন দিয়ে পড়বেন।তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক আজকের আর্টিকেল টা।

কম্পানির সকল দিকের ব্যাপারে জানুন

আপনার চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি হিসেবে আগে আপনি ঐ কম্পানি ব্যাপারে সঠিক সব তথ্য জেনে নিন।আপনি যে কম্পানি যে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই চাকরির জন্য সেই নির্দিষ্ট কম্পানির ব্যাপারে জানার চেষ্টা করেন।কারন আপনি একটা চাকরি করতে চাইলেন আর সেটা ঐ কম্পানি তে ই চাইলেন তাহলে আপনার জন্য অবশ্যই দরকার ঐ নির্দিষ্ট কম্পানির সকল দিকের ব্যাপারে জানা। আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি যে সবকিছু লিখেছি।

যেই কম্পানি তে কাজ করতে চাচ্ছেন সেই কম্পানি সম্পর্কে জানা আপনার জন্য প্রথমেই খুব দরকার।কারন পরবর্তী তে আপনি সেই অফিসে কি কাজ করতেছেন আর আসলে ঐ কম্পানি যে কি কি কাজ করা হয়‌ এটা আপনার জন্য জানা আগে থেকেই খুব বেশি দরকার।আপনি যে নির্দিষ্ট কম্পানি যে চাকরি করতে চাইছেন সেই কোম্পানির শুরু কিভাবে কিভাবে এটা মার্কেট পাইলো কে এটার প্রতিষ্ঠাতা এই কম্পানির কাজ কি এই কম্পানির পন্য কেমন‌ এই কম্পানির সেবা কেমন এই কম্পানির অর্জন কি এই কোম্পানি কিসের দিকে এগোচ্ছে এই কম্পানির মূল লক্ষ্য কি এ সকল কিছু।

আপনার‌ ঐ কম্পানি তে চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি হিসেবে জানা উচিত এবং সব কিছু বুঝে নেওয়া উচিত।কারন আপনি যদি না ই জানলেন কম্পানি টার ব্যাপারে সবকিছু তাহলে আপনি চাকরি পাওয়ার পর ঐ কম্পানির জন্য কি সাহায্য করতে পারবেন। নিজের দক্ষতা প্রমাণ করার জন্য তাই আপনাকে আগে ঐ কম্পানির সব কিছু ব্যাপারে জানতে হবে।যেন তাদের সাথে আপনি ভালো ভাবে কাজ করতে পারেন এবং লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারেন।

আবেদনকৃত পদের ব্যাপারে জেনে নিন

আপনি যে কম্পানি তে চাকরির জন্য চেষ্টা করতেছেন আপনার সে ই চেস্টা করার আগে প্রথম এই জেনে নেওয়া উচিত ঐ কম্পানি তে আপনি যে পদের জন্য আবেদন করছেন সেটার ব্যাপারে।কারন এটা যদি আপনি না করেন তাহলে আপনি ঐ কম্পানির সবার সাথে মিশে এক সাথে কাজ কিভাবে করবেন।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি যে সবকিছু লিখছি।আপনি যে পদের জন্য আবেদন করছেন 
  • ঐ পদের কাজ 
  • ঐ পদের সেবা 
  • ঐ পদের কাজের সময়
  • ঐ পদের কাজের ধরন
  • ঐ পদের মাসিক বেতন 
  • ঐ পদের সব সুযোগ সুবিধা
সবকিছু ব্যাপারে মানে এই ছয়টা বিষয়ের ব্যাপারে আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত আগেই। মনে করেন আপনি ব্রাক ব্যাংক এ ম্যানেজার পদের জন্য আবেদন করলেন।তাহলে এই পদের সব কাজ আর নিয়ম কানুন ব্যাপারে আপনাকে আগেই জেনে নিতে হবে। এছাড়া ও পদে চাকরি করার জন্য আপনার কি কি যোগ্যতা আছে তাও আপনাকে আপনার ইন্টারভিউ তে বলতে হবে। আপনার যোগ্যতা জানাতে হবে কারন আপনাকে তারা কেন ঐ ব্যাংকের ঐ পোস্টের জন্য নিবে এটা তাদের যুক্তি উপস্থাপন করে জানাতে হবে।

এছাড়া ঐ পদে চাকরি করার জন্য কি কি দক্ষতা আছে আপনার তাও তাদের জানাতে হবে। নয়তো তারা কিভাবে আপনাকে নিবে। আপনি যদি ঐ কম্পানি যে ঐ উক্ত আবেদন কৃত পদে চাকরির জন্য যথাযথ দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে তখন ই তারা সেই পর্যায়ে আপনাকে চাকরি করার জন্য সিলেক্ট করে নিয়ে নিবে।কারন আপনার ঐ পদে চাকরি করার জন্য যথেষ্ট পরিমাণে দক্ষতা ও যোগ্যতা আছে।

মক ইন্টারভিউয়ের মাধ্যমে নিজে নিজে প্রস্তুতি নিন

নিজে নিজে চাকরির জন্য ইন্টারভিউ এর প্রাকটিস করতে থাকুন।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি তে সবকিছু লিখছি। মক ইন্টারভিউ মানে হলো নিজে নিজে নিজের প্রস্তুতির জন্য পরিক্ষা নেওয়া। আপনার চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি হিসেবে এটা অনেক বড় একটা হেল্পফুল একটা ওয়ে।এই ভাবে আপনি নিজের প্রস্তুতি এর ব্যাপারে সব বুঝতে পারবেন এবং প্রস্তুতি কেমন তা জানতে পারবেন।

এ ছাড়া মক ইন্টারভিউ আপনাকে আপনার ইন্টারভিউ এর জন্য সহজভাবে প্রস্তুতি নিতে ও সাহায্য করতে পারবে।মক ইন্টারভিউ এর জন্য আপনি নিজের বড় ভাই বড় বোন বাবা মা বা মোবাইল ফোন এর সহায়তা ও নিতে পারেন।মক ইন্টারভিউ আপনাকে নিজের জ্ঞান এর দৌড় কত টুকু এটা বুঝতে ও সাহায্য করবে। পরবর্তী তে আপনি নিজেই নিজের ব্যাপারে অনেক বেশি জানতে এবং বুঝতে পারবেন।মক ইন্টারভিউ নিজের কাছে নিজের যোগ্যতার একটা পরিক্ষা দেওয়া।মক ইন্টারভিউ তে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ও‌ নিজেকে নানা রকমের প্রশ্ন করতে পারেন।যেটা সেটা আপনার মনে হয় সব কয়টিই।

 কিন্তু এই উপায় ছাড়াও আপনি আপনার মোবাইল ফোন এর সহায়তা নিয়ে ও আপনার মা ইন্টারভিউ কমপ্লিট করতে পারবেন। চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি হিসেবে এই মা ইন্টারভিউ এর যথেষ্ট পরিমাণে ভূমিকা আছে।এটা করার ফলে অরিজিনাল ইন্টারভিউ এর জন্য আপনার মধ্যে সাহস ও জোগাড় হয়ে যাবে এবং আপনার উত্তর দেওয়ার জড়তা ও কেটে যাবে।ফলে আপনাকে চাকরির ইন্টারভিউ যে ইন্টারভিউয়ার রা যেসব প্রশ্ন করবে আপনি সেগুলির উত্তর কোনো প্রকার জড়তা ছাড়াই দিতে পারবেন।

ইন্টারভিউ চলাকালীন ইন্টারভিউয়ার দের সাথে নম্র আচরণ করুন

চাকরির জন্য আপনি যখন ইন্টারভিউ দিবেন যারা আপনাকে সব কিছুর ব্যাপারে প্রশ্ন করবে তাঁরা ই আপনার ইন্টারভিউয়ারস।যখন তাঁরা ইন্টারভিউ নিবে তখন তাঁরা আপনার কাজের অভিজ্ঞতা আর দক্ষতার পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবন ব্যাপারে ও জিজ্ঞাসা করবেন।এতে আপনার বিব্রত হওয়া যাবে না।তাদের আপনার ভেতর এর কন্ডিশন বুঝতে দেওয়া যাবে না।তারা অনেক গভীর প্রশ্ন ও করতে পারেন।সব গুলোর ই ভালো ভাবে সঠিক উত্তর গুলো দিতে হবে।কারন তাঁরা আপনার উত্তর জেনে ই আপনাকে তাও প্রশ্ন করে আপনার সাহস পরিক্ষা করার জন্য।
চাকরির-জন্য-ইন্টারভিউ-এর-প্রস্তুতি
এছাড়া ইন্টারভিউ এর সময় আপনার উচিত প্রশ্নের উত্তর করার ফাঁকে ফাঁকে বোঝার চেষ্টা করা যে কোন ইন্টারভিউয়ার এর কোন দিকে আকর্ষণ এবং ভালো মন্দ লাগা।সেই বিষয়টা অনুমান করতে পারলে আপনার জন্য তাদের প্রতি টা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে।আপনার ইন্টারভিউ তখন ইন্টারভিউয়ার রা নিবেন তখন আপনার উচিত হবে তাদের সাথে নম্র আচরণ করা।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি তে সবকিছু লিখছি।তারা যেন আপনার নম্র আচরণ এ খুশি হন এমন‌ ব্যবহার তাদের সাথে করবেন।

কারন ব্যবহার ই বংশের পরিচয়।যখন তারা দেখবেন যে আপনি তাদের সাথে কতটা ভালো ব্যবহার করতেছেন তখন তারা বুঝে নিবেন আপনি ভালো বংশের সন্তান এবং আপনি অনেক বাধ্যগত।তখন তারা এই বিষয়ে মানে আপনার ব্যবহার এর প্রতি খুশি হয়ে আপনাকে চাকরির জন্য সিলেক্ট করে নিয়ে নিবে। সর্বদা তাদের প্রতি ভালো আর নম্র আচরণ করবেন ইন্টারভিউ এর সময়ে।তারা যাই প্রশ্ন করুক না কেন আপনাকে অবশ্যই তাদের প্রতি নম্র আচরণ টা ই বজায় রাখতে হবে।

নিজের সম্পর্কে সঠিক তথ্যটি বর্ননা করুন

আপনি যখন ইন্টারভিউ এর জায়গায় উপস্থিত থাকবেন এবং আপনার সামনে সব ইন্টারভিউয়ার রা থাকবে যারা আপনার ইন্টারভিউ নিবে চাকরির জন্য তখন তারা আপনাকে নানা রকমের প্রশ্ন করতে থাকবে।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি তে সবকিছু লিখেছি।কখনো তারা সোজাভাবে প্রশ্ন করবে না।ঘুরায় পেচায় এলোমেলো ভাবে তারা সবসময় আপনাকে প্রশ্ন করবে। কিন্তু তারা যত ই উল্টে পাল্টে প্রশ্ন করূক আপনাকে সোজা ভাবে ই প্রতি টা প্রশ্নের উত্তর দিতে হবে।

যেন তারা আপনার উত্তর শুনে আপনার ওপর সন্তুষ্ট হয়। মনে রাখবেন ইন্টারভিউয়ার রা সবসময় অনেক খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে।তারা আপনার বলা প্রতি টা উত্তর থেকে খুটে খুঁটে প্রশ্ন করে বের করে পেচায়ে আপনাকে জিজ্ঞেস করে বসবে এবং তাদের নিজেদের মন প্রুত উত্তর এর আশা নিয়ে থাকবেন।এটার বদলে আপনাকেও তাদের ঐ জটিল প্রশ্নের সঠিক ভাবে সোজা উত্তর দিতে ই হবে।তা নাহলে আপনার আর কোনো উপায় নাই।এছাড়া আরো একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের।

সেটা হলো যখন তারা আপনাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করবে নানা তথ্য আপনার সিভি দেখে তখন আপনাকে অবশ্যই সেগুলির সঠিক তথ্য দিয়ে উত্তর করতে হবে।আপনাকে সেই তথ্য দিতে হবে যেটা সিভি‌ তে আছে।সিভি যে দেওয়া আপনার সঠিক তথ্য টা উত্তর হিসাবে তাদের কে দিতে হবে।যেন প্রতি টা তথ্য যেগুলি আপনি দিছেন সব গুলো সত্যি হয়।এতে করে তারা যখন দেখবেন আপনি তাদের প্রতি টা প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছেন যখন তারা আপনার ওপর খুশি হয়ে আপনাকে কাজ করার জন্য সিলেক্ট করে নিয়ে নিবে।

আপনার যোগ্যতা ও দক্ষতা সংক্ষিপ্ত আকারে তুলে ধরুন

আপনি যখন ইন্টারভিউ দিতে থাকবেন তখন নিজের তথ্য গুলো সম্পর্কে বলার পাশাপাশি সংক্ষিপ্ত আকারে নিজের যোগ্যতা ও দক্ষতা ব্যাপারে ও সংক্ষিপ্ত আকারে বর্ননা করে ফেলবেন।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি যে সবকিছু লিখেছি।যে আপনার নিজের ব্যাপারে তথ্য এর পাশাপাশি আপনার ঐ কাজটা করার জন্যেও আপনার কত টুকু দক্ষতা ও যোগ্যতা আছে।কাজ ব্যাপারে আপনার আগ্রহ কেমন এবং কাজ টার ব্যাপারে দায়িত্বশীলতা কেমন সব উল্লেখ করবেন।

যেন তারা আপনাকে কোয়ালিফাইড মনে করেন।কোনো কাজ করার আগে থেকে অভিজ্ঞতা থাকলে সেটাও সেখানে সংক্ষিপ্ত আকারে বলতে ভুলবেন না।কারন ইন্টারভিউয়ার দের নিজের তথ্য এর পাশাপাশি নিজের পূর্বে করা কাজের দক্ষতা ও যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা ব্যাপারে ও‌ তাদের জানাতে ভুলবেন না।এতে করে‌ তারা আপনার ওপর স্যাটিসফাইড হয়ে যাবে। এছাড়া আপনি যে পদে চাকরির জন্য আবেদন করেছেন সে পদের চাকরি ব্যাপারে জানা থাকলে আপনার জন্য বেশ উপকার হবে।

কেন এই চাকরিটা করতে চান তা বিস্তারিত বলুন

আপনার ইন্টারভিউ এর শুরুতে বা শেষে যেকোনো একটা সময়ে ইন্টারভিউয়ার রা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনি এই চাকরিটা কেন করতে চান।এই ব্যাপারে আপনাকে অবশ্যই একটা গ্রহণযোগ্য উত্তর রেডি করে রাখতে হবে।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি যে সবকিছু লিখেছি।যা তে তারা আপনার উত্তর শুনে আপনার ওপর সন্তুষ্ট হয়।এছাড়া যে কোনো কম্পানির ইন্টারভিউ তে তারা আপনাদের অবশ্যই জিজ্ঞাসা করবে যে আপনি কি কারনে তাদের কম্পানি যে চাকরি করতে চান।এ‌ এ ব্যাপারে আপনাকে ও একটা গ্রহনযোগ্য ও সঠিক উত্তর দিতে হবে।তারা নিজেদের কম্পানি কে বিভিন্ন ভাবে নিচু করেও দেখাবে কিন্তু তবুও আপনার উত্তর সঠিক ই থাকতে হবে।‌

ইন্টারভিউ শেষে প্রশ্ন করার জন্য প্রস্তুত থাকুন

আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন ইন্টারভিউ এর সব রকমের প্রশ্নের সব সোজা আর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকবেন।আপনার সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি তে সবকিছু লিখেছি।চোখের দৃষ্টি সবসময় তাদের দিকে নিবদ্ধ রাখবেন আর প্রতি টা উত্তর স্বাভাবিক ভাবে শান্ত স্বরে দিয়ে থাকবেন।কোনো প্রশ্ন তে তাড়াহুড়ো করবেন না। আপনি যখন সব প্রশ্নের উত্তর সঠিক আর স্বাভাবিক ভাবে দিতে পারবেন তখন ইন্টারভিউয়ার রা আপনার ওপর স্যাটিসফাইড হয়ে যাবে।
চাকরির-জন্য-ইন্টারভিউ-এর-প্রস্তুতি
এছাড়া আপনার ইন্টারভিউ শেষে তাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করে রাখবেন। অবশ্যই সেটা কম্পানির কোনো একটা বিষয়ের ব্যাপারে। কম্পানির মূল লক্ষ্য কি বা এখন এই কাজ টা কম্পানি কেন করতেছে এমন ধরনের প্রশ্ন করবেন।যে প্রশ্ন গুলো মনের মধ্যে নিয়ে রাখছেন সেই প্রশ্ন গুলো কে একটু কঠিন ভাবে ই স্বাভাবিক গলায় তাদের সেই প্রশ্ন গুলো করবেন। শুধু তাই না বরং তারা যখন ঐ প্রশ্নগুলোর উত্তর দিবে তখন সেই উত্তর গুলো থেকে তাদের আবার প্রশ্ন করবেন।

এতে করে তারা বুঝবে আপনার কাজের প্রতি আগ্রহ আছে কতটা।আপনি কম্পানি টাথ ব্যাপারে প্রশ্ন করতেছেন মানে হলো আপনি ঐ কম্পানি যে কাজ করার জন্য আগ্রহী।তখন তারা যখন আপনার আগ্রহ টা দেখতে পারবে তখন তারা আপনাকে সহজেই সেই কম্পানি তে চাকরির জন্য সিলেক্ট করে নিয়ে নিবে।

ইন্টারভিউ এর সময়ানুবর্তিতা ব্যাপারে সতর্ক থাকুন

ইন্টারভিউ এর সময়ানুবর্তিতা ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে। কেননা আপনি সময় জানার পরে ও দেরি করে সেখানে উপস্থিত হলেন তখন তারা আপনার ওপর বিরক্ত হয়ে যাবে প্রথমে ই। যেটা খুব খারাপ একটা বিষয়।এই বিরক্তিকর মনোভাব প্রথমে ই তৈরি হলে তারা আপনাকে যেসব প্রশ্ন করবে ইন্টারভিউ যে সে সবের সঠিক উত্তর দিলেও তারা আর খুশি হবেন না।ফলে তারা আপনাকে চাকরিতেও আর নিবেন না।এছাড়া আপনি যখন দেরি করে যাবেন তখন ইন্টারভিউয়ার রা আপনাকে দেরি হওয়ার কারন জিজ্ঞেস করবে এবং কথার মধ্যে ই এলোমেলো ভাবে ইনডাইরেক্টলি অপমান করবেন।

এছাড়া তারা বিরক্ত হয়ে আপনার ইন্টারভিউ ক্যান্সেল ও করে দিতে পারেন।এ জন্য কম্পানি থেকে আপনাকে যে সময়ে ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে বলছে আপনি সে সময়ের ঠিক ৩০ মিনিট আগে গিয়ে বসে থাকবেন।কারন এটা একটা গুড ম্যানার।কখনো ইন্টারভিউ আগেও শুরু হয়ে যায়।তখন যখন সেই ইন্টারভিউয়ার রা আপনাকে দেখবে যে আপনি উপস্থিত তখন তারা আপনার ওপর প্রথমেই একটু স্যাটিসফাইড হয়ে যাবে।যার জন্য আপনার ইন্টারভিউ এর সময় টা ভালো কাটবে।

কারন তারা প্রথমে ই আপনার জন্য পজিশন থিংক নিয়ে নিছে তাই আপনার পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে ভালো লাগবে। সময় মেনে সব কাজ করা একজন বুদ্ধিমান মানুষ এর কাজ।এই কাজ মানে এই সময় মেনে কাজ করা টা সবার জন্য ই দরকার। কারন এতে করে সব কাজ ঠিক সময় মতো পরিপূর্ণ ভাবে শেষ হয়ে যায় এবং ইন্টারভিউয়ার দের থেকেও পজিটিভ কিছু আশা করা যায়।চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউয়ে যেটা প্রথমেই দরকার হয়ে থাকে আমাদের।

ইন্টারভিউয়ে আপনার পোশাকের ব্যাপারে সতর্ক থাকুন

ইন্টারভিউ এর জন্য আপনার কাপড় অবশ্যই পরিপাটি হতে হবে।কারন গুড লুক ইন্টারভিউয়ার দের মনে আপনার জন্য স্যটিসফ্যাকশন তৈরি করবে। যেটা খুব জরুরী।আপনি যদি ছেলে মানুষ হয়ে‌ থাকেন তাহলে হোয়াইট শার্ট,ফরমাল প্যান্ট পড়বেন। অবশ্যই শার্ট ফরমাল প্যান্ট এর ভেতরে ইন করবেন।আর আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে সালোয়ার কামিজ পড়বেন এবং অবশ্যই আপনার ওড়না ভালো ভাবে পিন আপ করবেন। সালোয়ার কামিজ ছাড়াও আপনি শাড়ি পড়তে পারেন।

তবে অবশ্যই মার্জিত ভাবে শাড়ি পড়তে হবে এবং শাড়ি সুন্দর করে পিন আপ করতে হবে।ছেলে বা মেয়ে আপনারা যেটা ই হন না কেন আপনাদের নিজেদের পোশাকে শালিনতা বজায় রেখে ইন্টারভিউ এর জন্য যেতে হবে।কারন কাপড় পড়ার ওপর এক এক মানুষের রুচি বোঝা যায়। আপনার যদি কাপড় ই ঠিক থাকলো না তখন ইন্টারভিউয়ার রা বুঝবেন আপনার রুচি ভালো না এবং আপনি তাদের কম্পানির জন্য ও ভালো কিছু করতে পারবেন না।

তখন তারা আশা হারায় ফেলেন আপনার ওপর থেকে। এর ইন্টারভিউ যত ই ভালো হোক না কেন আপনি যত ই ঠিক করে উত্তর দেন তাও ইন্টারভিউয়ার রা আপনার ওপর স্যাটিসফাইড হয়ে পারবে না।এর ফলে আপনাকে তারা হায়্যার করবে না।তাই আপনার চাকরির ইন্টারভিউ যেন ভালো হয় এবং ইন্টারভিউয়ার রা যেন স্যাটিসফাইড হতে পারেন সে জন্য আপনাকে অবশ্যই মার্জিত পোশাকে ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।

চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি এর ইতি/ শেষ কথা

আমরা অনেকেই আছি যারা চাকরির জন্য চেষ্টা করে থাকি।সেটা যে কোনো ধরনের ই চাকরি হতে পারে।চাকরির জন্য এই চেষ্টা এর বিকল্প কিছু নাই এটা সবাই জানেন।তবে এই কষ্ট করে চাকরি পাওয়ার চেষ্টার পাশাপাশি অবশ্যই ঐ চাকরি টার ইন্টারভিউ এর দিকেও মন দেওয়া উচিত।ঐ চাকরি টার ইন্টারভিউ এর প্রস্তুতি নেওয়া উচিত।তবে এই প্রস্তুতি ও হতে হবে জোরদার এবং ভালো ভাবে ই।যদি চাকরি টা পাওয়ার জন্য কষ্ট করতে থাকেন তাহলে এই চাকরি টার জন্য অন্যতম দিক যেটা হলো ইন্টারভিউ এর প্রস্তুতি ও নিতে হবে।

যেটা একটা মূল বিষয় এবং খুব ই জরুরি একটা দিক চাকরির জন্য।চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি এর ভালো ভালো উপায় ও আছে। সেগুলি আপনাদের সুবিধার জন্য আমরা আজকের আর্টিকেল চাকরির জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি‌ যে লিখে দিছি।আশা করি আপনাদের কাছে আমার এই আর্টিকেলটা ভালো লাগছে।আশা‌ রাখছি মন দিয়ে পড়েছেন। এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।যদি‌‌ ভালো লেগে থাকে আর্টিকেল টা নিকটস্থ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই।দেখা হবে নতুন কোনো আর্টিকেল নিয়ে।বিদায়!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি নিবোর্ন সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url