আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়
আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়। আপনি আর্টিকেল বা গল্প লেখা আয়
করতে চাইতেছেন। তাহলে আপনার জন্য আজকের এই পোস্ট যারা লেখালেখি বা গল্প লিখতে ভালোবাসেন তাদের জন্য শুধু এই
ইনকাম। আজকে ব্লক পোস্টে আমরা জানতে পারবো কিভাবে আর্টিকেল লিখে মাসে হাজার
হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি আর্টিকেল বা গল্প লিখে ইনকাম করতে চান। তাহলে পুরো পোস্টটি মনোযোগ
দিয়ে পড়বেন, আশা করি এই পোস্টটি পড়ার পরে আপনিও আর্টিকেল বা গল্প লিখে আয়
করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, চলেন শুরু করা যাক।
পোষ্ট সূচিপত্রঃ আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়
- আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়
- আর্টিকেল বা গল্প লেখার নিয়ম
- আর্টিকেল বা গল্পের রাইটিং জব
- ব্লগ ওয়েসাইটে আর্টিকেল লিখে আয় করুন
- আর্টিকেল বা গল্প লিখে আয় করার সাইট
- আর্টিকেল বা গল্প লিখে ফ্রিল্যান্সিং করা যায় কি
- গল্প লিখে বই প্রকাশ করে আয় করার উপায়
- গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে আয়
- আর্টিকেল বা গল্প লিখে ব্লগ চালিয়ে টাকা আয়
- আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়-শেষ কথা
aaআর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়?
আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়?আপনি যদি একজন ভালো মানের গল্প
লেখক বা রাইটার হয়ে থাকেন। তাহলে আপনি আর্টিকেল লেখে সহজে আয় করতে পারবেন। এই
যুগে বা পৃথিবীতে গল্প লেখে বা আর্টিকেল লিখে আয় করা যায়। এজন্য আজকে আমাদের
এই আর্টিকেল পড়ে জানতে পারবেন। যে কিভাবে আয় করা সম্ভব এবং কেমন ইনকাম হবে। কি
কি বিষয় নিয়ে আপনি আর্টিকেল বা গল্প লেখালেখি করে আয় করতে পারবেন। সবকিছুই
আজকে জানতে পারবেন তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।
আরো পড়ুনঃ এড দেখে টাকা ইনকামের উপায়
আপনার যদি একটা ফোন, ল্যাপটপ বা ডেক্সটপ থাকে। তাহলে অবশ্যই এই আর্টিকেল বা গল্প লিখে আপনিও ইনকাম করতে পারেন।
তবে এখানে কিছু শর্ত রয়েছে যেমন আপনাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে
আর্টিকেল বা গল্পটি লিখতে হবে। আবার SEO ফ্রেন্ডলি আর্টিকেল হতে হবে এমন ভাবে আর্টিকেল বা গল্পগুলো লিখতে হবে যেনো আপনার
পোস্টটি পড়ে যেনো সবাইকে ভালো লাগে।
আর্টিকেল বা গল্প লেখার নিয়ম
আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়? লেখা এমন একটি শিল্প যা মানুষের চিন্তা, অনুভূতি ও কল্পনাকে শব্দে প্রকাশ
করে। আর্টিকেল বা গল্প, লেখার মূল উদ্দেশ্য হলো পাঠকের মনে ছোঁয়া দেওয়া। নিচে
সহজভাবে কিছু লেখার নিয়ম দেওয়া হলো,
- প্রথমে এমন একটি বিষয় বা কাহিনি বেছে নিন যা আপনার আগ্রহের। বিষয়টি যেন পাঠকের কাছে আকর্ষণীয় ও অর্থবহ হয়। স্বাস্থ্য, সমাজ, প্রেম, প্রকৃতি, শিক্ষা বা জীবনের বাস্তব অভিজ্ঞতা সবই হতে পারে ভালো বিষয়।
- প্রথম অংশে বিষয় বা গল্পের শুরুটা এমনভাবে লিখুন যাতে পাঠক আগ্রহী হয়। আর্টিকেলে বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করুন আর গল্পে শুরু করুন সংলাপ প্রশ্ন বা ঘটনা দিয়ে।
- আপনি যেই আর্টিকেল বা গল্প লিখবেন সেগুলো ফিচার ইমেজ ভালো ভাবে SEO করতে হবে।
- আর্টিকেল বা গল্পে ৩টার মত ফিচার ইমেজ এড করতে হবে।
- প্রথমে ১০০০শব্দের আর্টিকেল বা গল্প লিখতে শুরু করুন পরে শব্দ বাড়াবেন।
- আর্টিকেল বা গল্প পোস্টের সময় পারমালিঙ্ক এবং সার্চ ডেসক্রিপশন এগুলো সুন্দর করে অপ্টিমাইজ করতে হবে।
- আর্টিকেল বা গল্পে যে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে চমক বা মজার মোড় আনুন। আর্টিকেলে বিষয়টির মূল বিশ্লেষণ বা মতামত দিন। পাঠক যেন লেখার গভীরে চিন্তা করতে পারে।
- শেষ অংশে সংক্ষেপে পুরো লেখার সারমর্ম দিন। একটি শিক্ষা, বার্তা বা অনুভূতি রেখে দিন যাতে পাঠকের মনে প্রভাব পড়ে। গল্পে শেষটা হতে পারে সুখের, দুঃখের বা চিন্তামূলক কিন্তু যেন তা প্রভাবশালী হয়।
শর্ত:
- নিজের ভাষায় লিখুন, অন্যের লেখা হুবহু কপি করবেন না।
- তথ্য একাধিক উৎস থেকে নিয়ে নিজেরভাবে প্রকাশ করুন।
- ছোট, সহজ ও প্রাঞ্জল বাক্য ব্যবহার করুন।
- সংলাপ বা উদাহরণ নিজে তৈরি করুন
আশা করি বুঝতে পেরেছেন আমি যে নিয়মগুলো বলে দিলাম। এই নিয়মে যদি আপনি
আর্টিকেল বা গল্প লিখতে পারেন তাহলে আপনিও ইনকাম করতে পারবেন। অন্যের আর্টিকেল
পড়বেন এবং দেখবেন তারা কেমন ইনফরমেশন দেয় ও কি কি বিষয়ে আর্টিকেল বা গল্প
লেখে তাহলে বুঝতে পারবেন। অন্যের গুলো অনুসরণ করে আপনি ভালো মানের আর্টিকেল
লিখতে পারেন নিজের মতো করে।
আর্টিকেল বা গল্পের রাইটিং জব
বর্তমানে অনলাইন দুনিয়ায় আর্টিকেল ও গল্প লেখার জবের প্রচুর চাহিদা তৈরি
হয়েছে। অনেক ওয়েবসাইট, ব্লগ ও নিউজ পোর্টাল নিয়মিতভাবে মানসম্মত লেখা
প্রয়োজন করে। আপনি যদি ভালোভাবে লিখতে পারেন এবং বিষয় বাছাই করতে জানেন,
তাহলে ঘরে বসেই এই কাজ থেকে আয় করা সম্ভব। লেখার দক্ষতা বাড়াতে নিয়মিত
পড়াশোনা ও অনুশীলন জরুরি। এতে লেখার ধরন ও শব্দচয়নে বৈচিত্র্য আসে যা
ক্লায়েন্টদের আকৃষ্ট করে।
আরো পড়ুনঃ আমলকি খাওয়ার উপকারিতা ও অপকারিতা
গল্প বা আর্টিকেল লেখার সময় মূল বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরতে হবে। সহজ
ভাষা ব্যবহার করলে পাঠক লেখার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। গল্প লেখায় আবেগ,
কাহিনি ও চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, আর্টিকেল লেখায়
তথ্য, বিশ্লেষণ ও উপসংহার যুক্ত করা প্রয়োজন। সময়মতো কাজ জমা দিলে
ক্লায়েন্টের আস্থা বাড়ে এবং নিয়মিত কাজ পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি
পায়।
ব্লগার ওয়েসাইটে আর্টিকেল বা গল্প লিখে আয় করার উপায়
ব্লগার ওয়েবসাইটে নিজস্ব ব্লগ তৈরি করে আর্টিকেল বা গল্প লিখে আয় করা এখন অনেক
জনপ্রিয় পদ্ধতি। প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে Blogger.com-এ ব্লগ খুলতে
হয়। তারপর নিয়মিত মানসম্মত ও পাঠক প্রিয় লেখা প্রকাশ করতে হয়। লেখাগুলো যেন
তথ্য সমৃদ্ধ, আকর্ষণীয় ও মৌলিক হয় তা নিশ্চিত করতে হবে। নিয়মিত ভিজিটর বাড়লে
আপনার ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে আয় শুরু হবে।
ব্লগ থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো Google AdSense। ব্লগে পর্যাপ্ত
ট্রাফিক ও মানসম্মত কনটেন্ট থাকলে গুগল আপনার ব্লগে বিজ্ঞাপন অনুমোদন দেয়।
পাঠকরা সেই বিজ্ঞাপনে ক্লিক করলে আপনি আয় করতে পারেন। এছাড়া স্পনসর পোস্ট,
অ্যাফিলিয়েট মার্কেটিং ও নিজের পণ্য বিক্রির মাধ্যমেও আয় সম্ভব। ধারাবাহিকভাবে
কাজ করলে ব্লগার প্ল্যাটফর্ম থেকেও ভালো উপার্জন করা যায়।
আর্টিকেল বা গল্প লিখে আয় করার সাইট
বর্তমানে অনলাইনে লেখালেখি করে আয় করা খুবই সহজ হয়ে গেছে। অনেক ওয়েবসাইট ও
প্ল্যাটফর্ম লেখকদের জন্য সুযোগ তৈরি করেছে। এসব সাইটে আপনি আর্টিকেল, ব্লগ বা
গল্প লিখে টাকা উপার্জন করতে পারেন। নতুন লেখকদের জন্য এটি একটি দারুণ
ক্যারিয়ার শুরু করার উপায়। শুধু ভালো লেখা ও নিয়মিত কাজের মনোভাব থাকলেই সফল
হওয়া সম্ভব।
জনপ্রিয় কিছু সাইট যেমন Medium, Vocal Media এবং HubPages লেখকদের লেখার জন্য
পারিশ্রমিক দেয়। এসব সাইটে আপনি নিজের লেখা প্রকাশ করে পাঠকদের আকর্ষণ করতে
পারেন। পাঠক সংখ্যা বাড়লে আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। বিশেষ করে ইংরেজি ভাষায়
লেখা দিলে আন্তর্জাতিক পাঠক পাওয়া যায়। নিয়মিত ও মানসম্মত লেখা আয়ের সম্ভাবনা
আরও বাড়ায়।
বাংলাদেশি লেখকদের জন্য Fiverr, Upwork, ও Freelancer এর মতো সাইটগুলোও ভালো
প্ল্যাটফর্ম। এখানে ক্লায়েন্টদের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর আর্টিকেল বা গল্প
লিখে আয় করা যায়। প্রোফাইল শক্তিশালী ও রিভিউ ভালো থাকলে কাজের পরিমাণ দ্রুত
বৃদ্ধি পায়। শুরুতে ছোট কাজ নিয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত। ধারাবাহিক পরিশ্রম
ও সৃজনশীলতা থাকলে লেখালেখি দিয়েই স্থায়ী আয় করা সম্ভব।
আর্টিকেল বা গল্প লিখে ফ্রিল্যান্সিং করা যায় কি
আমরা অনেকেই জানি না যে আর্টিকেল বা গল্প লিখে লিখেও ফ্রিল্যান্সিং করা
যায়।অনেকে মনে করে ফ্রিল্যান্সিং হয়তো ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন,
ভিডিও এডিটিং ইত্যাদি কাজ। কিন্তু বর্তমানে গল্প লেখেও ফ্রিল্যান্সিং করা যায়। অনেকেই গল্প লিখে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে।হ্যাঁ, বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখির চাহিদা ব্যাপকভাবে
বেড়েছে। ব্লগ, ওয়েবসাইট ও কোম্পানিগুলো নিয়মিতভাবে কনটেন্ট রাইটার খুঁজে
থাকে। আপনি নিজের লেখার দক্ষতা দিয়ে এসব ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন।
সৃজনশীলতা ও নির্ভুল ভাষা ব্যবহার করলে দ্রুত সফলতা আসবে।
ফ্রিল্যান্সিং সাইট যেমন Upwork, Fiverr, Freelancer বা People Per Hour এ
লেখার কাজ পাওয়া যায়। এখানে ক্লায়েন্ট নির্দিষ্ট বিষয়ে আর্টিকেল বা গল্প
লেখার জন্য লেখক নিয়োগ করে। আপনি নিজের প্রোফাইলে নমুনা লেখা ও অভিজ্ঞতা যোগ
করলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতিটি কাজ শেষ হলে রিভিউ ভালো থাকলে আরও
সুযোগ তৈরি হয়। নিয়মিত লেখালেখি করলে ফ্রিল্যান্সিং থেকেই স্থায়ী আয় গড়ে
তোলা সম্ভব।
গল্প লিখে বই প্রকাশ করে আয় করার উপায়
আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়। এর মধ্যে গল্প লিখে বই প্রকাশ করা
সৃজনশীল মানুষের জন্য দারুণ এক আয়ের পথ হতে পারে। প্রথমে নিজের গল্পগুলো
সুন্দরভাবে সম্পাদনা করে একটি পূর্ণাঙ্গ বই তৈরি করতে হয়। গল্পগুলো যেন পাঠকের
মনে দাগ কাটে ও নতুন ভাবনার জন্ম দেয়, তা নিশ্চিত করা জরুরি। চাইলে অনলাইন
প্রকাশনা প্ল্যাটফর্মের সাহায্যে ডিজিটাল বই প্রকাশ করা যায়। এতে কোনো
প্রকাশকের ওপর নির্ভর না করেও নিজের লেখা প্রকাশ করা সম্ভব হয়।
বর্তমানে Amazon Kindle Direct Publishing (KDP), Rokomari, বা BoiMela.com
এর মতো সাইটে সহজেই গল্পের বই প্রকাশ করা যায়। বই বিক্রি হলে লেখক প্রতিটি
কপির বিক্রয়মূল্যের নির্দিষ্ট অংশ আয় হিসেবে পান। এছাড়া সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে বইয়ের পাঠক সংখ্যা বাড়ানো যায়। পাঠকদের
ইতিবাচক প্রতিক্রিয়া পেলে বইয়ের বিক্রি আরও বৃদ্ধি পায়। নিয়মিত লেখালেখি ও
পাঠকের সঙ্গে সংযোগ রাখলে গল্প লিখে টেকসই আয়ের পথ তৈরি করা সম্ভব।
গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে আয়
গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে আয়। গুগল অ্যাডসেন্স হলো এমন একটি প্ল্যাটফর্ম
যা আপনার ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার সুযোগ
দেয়। প্রথমে আপনাকে একটি Google AdSense অ্যাকাউন্ট খুলে তা নিজের ওয়েবসাইট বা
ব্লগের সঙ্গে যুক্ত করতে হয়। তারপর গুগল আপনার কনটেন্টের মান যাচাই করে
বিজ্ঞাপন অনুমোদন দেয়। অনুমোদন পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন প্রদর্শিত
হতে শুরু করে। যত বেশি মানুষ আপনার কনটেন্ট দেখবে ও বিজ্ঞাপনে ক্লিক করবে, আয়ও
তত বাড়বে।
অ্যাডসেন্স থেকে ভালো আয় করতে হলে নিয়মিত মানসম্মত ও পাঠকপ্রিয় কনটেন্ট
প্রকাশ করা প্রয়োজন। আপনার ওয়েবসাইটে ভিজিটর যত বেশি থাকবে, বিজ্ঞাপনের ক্লিকও
তত বাড়বে। আকর্ষণীয় শিরোনাম, সহজ ভাষা ও তথ্যসমৃদ্ধ লেখা দর্শক ধরে রাখতে
সাহায্য করে। ব্লগ বা ওয়েবসাইটের SEO অপটিমাইজেশন করাও গুরুত্বপূর্ণ, যাতে
সার্চ র্যাঙ্কিংয়ে উপরে আসা যায়। নিয়মিত ট্রাফিক বজায় থাকলে আয় স্থায়ীভাবে
বৃদ্ধি পেতে থাকে।
অ্যাডসেন্স আয়ের জন্য ওয়েবসাইটের নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। ভুয়া ক্লিক,
কপিরাইট লঙ্ঘন বা নিষিদ্ধ বিষয় নিয়ে লেখা অ্যাকাউন্ট বন্ধের কারণ হতে পারে। তাই
মৌলিক ও পাঠকের উপকারে আসে এমন কনটেন্ট তৈরি করা উচিত। আপনি চাইলে গল্প,
আর্টিকেল বা তথ্যভিত্তিক পোস্ট দিয়েও আয় করতে পারেন। ধারাবাহিকভাবে কাজ করলে
গুগল অ্যাডসেন্স থেকেই একটি ভালো অনলাইন আয়ের উৎস গড়ে তোলা সম্ভব।
আর্টিকেল বা গল্প লিখে ব্লগ চালিয়ে টাকা আয়
আর্টিকেল বা গল্প লিখে ব্লগ চালিয়ে টাকা আয়। বর্তমানে ব্লগ পরিচালনা করে
আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করা একটি জনপ্রিয় উপায়। আপনি যদি লেখালেখিতে
দক্ষ হন তাহলে নিজের ব্লগে নিয়মিত লেখা প্রকাশ করতে পারেন। ব্লগের কনটেন্ট যত
মানসম্মত ও আকর্ষণীয় হবে, পাঠকের সংখ্যা তত বাড়বে। ব্লগে বেশি ভিজিটর মানে বেশি
সুযোগ আয়ের। এটি ঘরে বসে স্বাধীনভাবে কাজ করার দারুণ সুযোগ দেয়।
আরো পড়ুনঃ কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
ব্লগ থেকে আয় করার প্রধান উপায় হলো Google AdSense। আপনার ব্লগে পর্যাপ্ত
ট্রাফিক থাকলে গুগল বিজ্ঞাপন অনুমোদন দেয় এবং বিজ্ঞাপনে ক্লিকের মাধ্যমে আপনি
আয় করেন। এছাড়া স্পনসর পোস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং ও নিজের ডিজিটাল পণ্য
বিক্রির মাধ্যমেও আয় সম্ভব। নিয়মিত আপডেট ও পাঠক ধরে রাখার কৌশল জানা জরুরি।
এতে ব্লগের জনপ্রিয়তা এবং আয়ের সম্ভাবনা একসাথে বাড়ে।
ব্লগে গল্প বা আর্টিকেল লেখার সময় মৌলিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কপিরাইট লঙ্ঘন করলে ব্লগের মান ও আয়ের সুযোগ কমে যায়। লেখাগুলো যেন তথ্যবহুল,
সহজপাঠ্য ও পাঠকের আগ্রহ জাগায় তা নিশ্চিত করতে হবে। ব্লগের ডিজাইন সুন্দর ও
মোবাইল বান্ধব হলে পাঠক ধরে রাখা সহজ হয়। ধারাবাহিক লেখালেখি ও নিয়মিত
প্রচারণার মাধ্যমে ব্লগ থেকেই স্থায়ী আয় গড়ে তোলা সম্ভব।
আর্টিকেল বা গল্প লিখে টাকা আয় করার উপায়-শেষ কথা
এই পোস্টে আর্টিকেল বা গল্প লেখা আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। এখন গল্প লেখা শুধুমাত্র শখ নয় বরংএটি হতে পারে আপনার জীবনে
আয়ের একটি উৎস।যদি আপনি মন দিয়ে গল্প বা আর্টিকেল লেখেন নিজের ভাষায় এবং নিজের ভাবনা
দিয়ে। তাহলে সেই আর্টিকেল বা গল্প একদিন বহু মানুষের মনে জায়গা করে নিবে।
এভাবেই শুরু হবে আপনার আর্টিকেল বা লেখার মূল্য পাওয়া ও আয়ের উপায়।
বর্তমানে ফেসবুক ইউটিউব ব্লগার সাইট ইত্যাদি জায়গাতে বাংলা গল্পের বা
আর্টিকেলের চাহিদা বেড়েই চলেছে।
আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে এবং নিয়মিত আর্টিকেল এবং গল্প লেখা হবে
আশা করি বুঝতে পেরেছেন। ধৈর্য ধরে কাজ করলে তা ধীরে ধীরে নিজের লেখা গল্পগুলো
বেশ সুন্দর ভবিষ্যত করে তুলতে পারবেন। আর্টিকেল বা পোস্টটি পড়ে ভালো লাগলে
একদিন মন্তব্য করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে
থাকার জন্য ধন্যবাদ।
আপনি নিবোর্ন সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url